আবার ব্যাটিং ধস। ছন্নছাড়া বোলিং। ৮ উইকেটের বিশাল হার দিয়ে শুরু হলো বাংলাদেশের দলের নিউজিল্যান্ড সফর। কিউই ওপেনার মার্টিন গাপটিলের অপরাজিত সেঞ্চুরি এবং পেসার ট্রেন্ট বোল্টের দুর্দান্ত বোলিংয়ে নেপিয়ারের ম্যাকলায়েন পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বিধ্বস্ত হয়েছে টাইগাররা। প্রথমে ব্যাটিং করে মাত্র ২৩২ রানে অলআউট হয়ে যায় মাশরাফিরা, ২৩৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলে ৩৩ বল হাতে রেখেই জিতে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। গাপটিল খেলেছেন হার না মানা ১১৭ রানের ইনিংস। আরেক ওপেনার নিকলস করেছেন ৫৩ রান। গতকাল বাংলাদেশ যখন ব্যাটিং করছিল মনে হচ্ছিল ‘বাইশগজ’ যেন মৃত্যুপুরী! দলীয় একশ রান হওয়ার আগেই একে একে ড্রেসিংরুমে ফিরে যান সেরা ছয় ব্যাটসম্যান। তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানকে হারিয়ে কার্যত ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। তারপর সপ্তম ও অষ্টম উইকেট জুটিতে ৩৭ ও ৮৪ রান যোগ হওয়ায় শেষ পর্যন্ত সম্মানজনক স্কোর পায় সফরকারীরা। একপ্রান্ত আগলে রেখে ৯০ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মোহাম্মদ মিথুন। মোহাম্মদ সাইফউদ্দিন ৫৮ বলে করেছেন ৪১ রান। মেহেদী হাসান মিরাজ ২৭ বলে করেছেন ২৬। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে ৩০ রান করেছেন সৌম্য। তামিম-লিটন-মুশফিক দুই অঙ্কের কোটাতেই পৌঁছাতে পারেননি। মাহমুদুল্লাহ ও সাব্বির দুজনেই অপয়া-১৩তে আউট হয়েছেন। কিউই বোলারদের গতি ও সুইংয়ের সঙ্গে তাল মেলাতে না পেরে উইকেট বিলিয়ে দেন তামিমরা। অন্যদিকে বাংলাদেশের বোলারদের পাত্তাই দেননি কিউই ব্যাটসম্যানরা। দুই ওপেনারের সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে ৩৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। সিরিজে এখন ১-০ তে পিছিয়ে বাংলাদেশ।
শিরোনাম
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
নিউজিল্যান্ড সফর
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে শুরু
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর