আবার ব্যাটিং ধস। ছন্নছাড়া বোলিং। ৮ উইকেটের বিশাল হার দিয়ে শুরু হলো বাংলাদেশের দলের নিউজিল্যান্ড সফর। কিউই ওপেনার মার্টিন গাপটিলের অপরাজিত সেঞ্চুরি এবং পেসার ট্রেন্ট বোল্টের দুর্দান্ত বোলিংয়ে নেপিয়ারের ম্যাকলায়েন পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বিধ্বস্ত হয়েছে টাইগাররা। প্রথমে ব্যাটিং করে মাত্র ২৩২ রানে অলআউট হয়ে যায় মাশরাফিরা, ২৩৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলে ৩৩ বল হাতে রেখেই জিতে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। গাপটিল খেলেছেন হার না মানা ১১৭ রানের ইনিংস। আরেক ওপেনার নিকলস করেছেন ৫৩ রান। গতকাল বাংলাদেশ যখন ব্যাটিং করছিল মনে হচ্ছিল ‘বাইশগজ’ যেন মৃত্যুপুরী! দলীয় একশ রান হওয়ার আগেই একে একে ড্রেসিংরুমে ফিরে যান সেরা ছয় ব্যাটসম্যান। তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানকে হারিয়ে কার্যত ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। তারপর সপ্তম ও অষ্টম উইকেট জুটিতে ৩৭ ও ৮৪ রান যোগ হওয়ায় শেষ পর্যন্ত সম্মানজনক স্কোর পায় সফরকারীরা। একপ্রান্ত আগলে রেখে ৯০ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মোহাম্মদ মিথুন। মোহাম্মদ সাইফউদ্দিন ৫৮ বলে করেছেন ৪১ রান। মেহেদী হাসান মিরাজ ২৭ বলে করেছেন ২৬। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে ৩০ রান করেছেন সৌম্য। তামিম-লিটন-মুশফিক দুই অঙ্কের কোটাতেই পৌঁছাতে পারেননি। মাহমুদুল্লাহ ও সাব্বির দুজনেই অপয়া-১৩তে আউট হয়েছেন। কিউই বোলারদের গতি ও সুইংয়ের সঙ্গে তাল মেলাতে না পেরে উইকেট বিলিয়ে দেন তামিমরা। অন্যদিকে বাংলাদেশের বোলারদের পাত্তাই দেননি কিউই ব্যাটসম্যানরা। দুই ওপেনারের সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে ৩৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। সিরিজে এখন ১-০ তে পিছিয়ে বাংলাদেশ।
শিরোনাম
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
নিউজিল্যান্ড সফর
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে শুরু
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর