আবার ব্যাটিং ধস। ছন্নছাড়া বোলিং। ৮ উইকেটের বিশাল হার দিয়ে শুরু হলো বাংলাদেশের দলের নিউজিল্যান্ড সফর। কিউই ওপেনার মার্টিন গাপটিলের অপরাজিত সেঞ্চুরি এবং পেসার ট্রেন্ট বোল্টের দুর্দান্ত বোলিংয়ে নেপিয়ারের ম্যাকলায়েন পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বিধ্বস্ত হয়েছে টাইগাররা। প্রথমে ব্যাটিং করে মাত্র ২৩২ রানে অলআউট হয়ে যায় মাশরাফিরা, ২৩৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলে ৩৩ বল হাতে রেখেই জিতে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। গাপটিল খেলেছেন হার না মানা ১১৭ রানের ইনিংস। আরেক ওপেনার নিকলস করেছেন ৫৩ রান। গতকাল বাংলাদেশ যখন ব্যাটিং করছিল মনে হচ্ছিল ‘বাইশগজ’ যেন মৃত্যুপুরী! দলীয় একশ রান হওয়ার আগেই একে একে ড্রেসিংরুমে ফিরে যান সেরা ছয় ব্যাটসম্যান। তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানকে হারিয়ে কার্যত ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। তারপর সপ্তম ও অষ্টম উইকেট জুটিতে ৩৭ ও ৮৪ রান যোগ হওয়ায় শেষ পর্যন্ত সম্মানজনক স্কোর পায় সফরকারীরা। একপ্রান্ত আগলে রেখে ৯০ বলে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মোহাম্মদ মিথুন। মোহাম্মদ সাইফউদ্দিন ৫৮ বলে করেছেন ৪১ রান। মেহেদী হাসান মিরাজ ২৭ বলে করেছেন ২৬। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে ৩০ রান করেছেন সৌম্য। তামিম-লিটন-মুশফিক দুই অঙ্কের কোটাতেই পৌঁছাতে পারেননি। মাহমুদুল্লাহ ও সাব্বির দুজনেই অপয়া-১৩তে আউট হয়েছেন। কিউই বোলারদের গতি ও সুইংয়ের সঙ্গে তাল মেলাতে না পেরে উইকেট বিলিয়ে দেন তামিমরা। অন্যদিকে বাংলাদেশের বোলারদের পাত্তাই দেননি কিউই ব্যাটসম্যানরা। দুই ওপেনারের সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে ৩৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। সিরিজে এখন ১-০ তে পিছিয়ে বাংলাদেশ।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল