বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বিশ্বব্যাপী বর্ণবাদ প্রতিহত করুন

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী বর্ণবাদ প্রতিহত করুন

কট্টর ডানপন্থি ও বৈষম্যবাদী মতাদর্শের মূলোৎপাটনের লক্ষ্যে বিশ্বের সব দেশের একত্রিত হয়ে লড়াই করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। অভিবাসনের হার বেড়ে যাওয়ার কারণে বৈষম্যবাদ বেড়ে যাচ্ছে- বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি প্রত্যাখ্যান করেন তিনি। গত শুক্রবার ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে। গতকাল তাদের দাফন অনুষ্ঠিত হয়। উগ্র কট্টরপন্থি জাতীয়তাবাদী মনোভাবের উত্থানের বিষয়ে প্রশ্ন করলে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘নিউজিল্যান্ডে আমরা এ ধরনের মতাদর্শে বিশ্বাস করি না। নিউজিল্যান্ডের মানুষের সঙ্গে এ রকম মানসিকতা মেলানো হলে অধিকাংশ নিউজিল্যান্ডারকেই অপমান করা হবে।’

সর্বশেষ খবর