শিরোনাম
শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা

তামিমকে নিয়ে আশঙ্কা!

মেজবাহ্-উল-হক, লন্ডন থেকে

তামিমকে নিয়ে আশঙ্কা!

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু কাল। তবে তার আগে গতকাল অনুশীলনে কব্জিতে ব্যাথা পেয়ে আশঙ্কা বাড়িয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল -বাংলাদেশ প্রতিদিন

সকালে নেটে প্র্যাকটিস শুরু করতে না করতেই বাম হাতের কব্জি ধরে বের হচ্ছিলেন তামিম ইকবাল। ওভালে উপস্থিত মিডিয়াকর্মীদের মধ্যে তখন উৎকণ্ঠা। আবার কী হলো তামিমের? ড্যাসিং ওপেনার ইঙ্গিতে কব্জি দেখিয়ে জানালেন, ব্যাটিং করার সময় লেগেছে! উরুর পেশিতে টান অনুভব করায় কার্ডিফে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তামিম। কিন্তু গতকাল পুনরায় চোটে পড়ায় আশঙ্কা বাড়িয়ে দিয়েছেন। টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘পর্যবেক্ষণে রাখা হয়েছে তামিমকে। তবে স্ক্যান করার         পর বোঝা যাবে।’ একদিন পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ। তামিমের প্রিয় ভেন্যু সেই ওভাল। এই মাঠে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৮ ও ৯৫ রানের দুটি ইনিংস আছে ড্যাসিং ওপেনারের। তাই তামিমের ইনজুরি চিন্তাগ্রস্ত করে তুলেছে পুরো দলকে। এমনিতেই ইনজুরির কারণে গতকাল অনুশীলন করতে পারেননি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে কাল ওভালে একবার চক্কর দিয়েছেন। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কাফ ইনজুরি আছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। পুরোপুরি সুস্থ নন মাহমুদুলাহ রিয়াদও। এখনো বোলিং করতে পারেন না, এমনকি লম্বা থ্রোও করতেও সমস্যা হয় তার। তবে সুখবর হচ্ছে, তামিমের ইনজুরি মোটেও গুরুতর নয়! ড্যাসিং ওপেনার নাকি স্ক্যান করাতেই চাচ্ছিলেন না, কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চায় না বিসিবি। সাবধানতার জন্যই স্ক্যান করা। আর দলে অন্যদের ইনজুরি নিয়েও চিন্তার কিছু নেই। তবে সতর্ক থাকতে হবে। আধুনিক ক্রিকেট শতভাগ ফিট হয়ে খেলাও কঠিন। বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আশা কোর্টনি ওয়ালশ বলেন, ‘বিশ্বকাপ অনেক বড় আসর। এখানে সবাই পুরোপুরি ফিট হয়ে খেলতে চায়। আমাদের দলে হালকা ইনজুরি থাকলেও এখনো এক দিন সময় আছে। আমার বিশ্বাস, ছেলেরা পুরোপুরি ফিট হয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে।’ কার্ডিফে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বৃষ্টির কারণে খেলতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে সুবিধা করতে পারেনি মাশরাফিরা। তবে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডে শিরোপা জয়ই টাইগারদের অনুপ্রাণিত করছে বলে জানালেন কোর্টনি ওয়ালশ। এখন আইরিশ কন্ডিশনের মতো ইংল্যান্ডের সঙ্গে মানিতে নিতে পারলেই হয়! প্রতিপক্ষকে উড়িয়ে দিতে হবে না, দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষকে কোনো রকমে হারাতে পারলেই খুশি বাংলাদেশ!

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর