বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণে নতুন কিছু ঘটেনি। অতীতের মতোই জিতল ভারত। গতকাল ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিরাট কোহলিরা পাকিস্তানকে ডিএল মেথডে ৮৯ রানে হারিয়েছে। বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর ধারাবাহিকতা ধরে রাখলেন কোহলিরাও। এ জয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে ওঠে এল ভারত। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৭ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে আছে নিউজিল্যান্ড। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুতে দারুণ বোলিং করে ভারতকে অল্পতেই আটকে দেওয়ার ইচ্ছে ছিল পাকিস্তানি অধিনায়ক সরফরাজের। কিন্তু তার ইচ্ছে বাস্তবায়ন করতে পারেননি আমির-ওয়াহাবরা। মোহাম্মদ আমির ৩টি এবং হাসান আলি ও ওয়াহাব একটি করে উইকেট শিকার করলেও রোহিত শর্মা (১৪০), বিরাট কোহলি (৭৭), রাহুল (৫৭) এবং পান্ডেরা (২৬) ভারতের রানের গতি সচল রেখেছেন ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত। রোহিত শর্মা বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করলেন। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছেন। দুই দুই বার বৃষ্টি এসে হানা দিলেও ম্যাচটা শেষ পর্যন্ত মাঠে গড়ায়। ভারত ৫০ ওভারে ৩৩৬ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে পাকিস্তান ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করলে বৃষ্টি নামে। এরপর ৪০ ওভারে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৩০২। ৫ ওভারে ১৩৬! অসম্ভব এই ম্যাচটা আর জিততে পারেনি পাকিস্তান। ২১২ রানে শেষ হয় সরফরাজদের ইনিংস। এ জয়ে ভারত শেষ চারে নিজেদের স্থান অনেকটাই পাকাপোক্ত করে নিল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ফখর জামান। এছাড়াও বাবর আজম ৪৮ ও ইমাদ ওয়াসিম ৪৬ রান করেন। ভারতের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন বিজয় শংকর, হারদিক পান্ডে ও কুলদীপ ইয়াদাব। ম্যাচসেরার পুরস্কার পান রোহিত শর্মা।
শিরোনাম
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
পাকিস্তানকে উড়িয়ে ভারতের জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর