বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণে নতুন কিছু ঘটেনি। অতীতের মতোই জিতল ভারত। গতকাল ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিরাট কোহলিরা পাকিস্তানকে ডিএল মেথডে ৮৯ রানে হারিয়েছে। বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর ধারাবাহিকতা ধরে রাখলেন কোহলিরাও। এ জয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে ওঠে এল ভারত। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৭ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে আছে নিউজিল্যান্ড। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুতে দারুণ বোলিং করে ভারতকে অল্পতেই আটকে দেওয়ার ইচ্ছে ছিল পাকিস্তানি অধিনায়ক সরফরাজের। কিন্তু তার ইচ্ছে বাস্তবায়ন করতে পারেননি আমির-ওয়াহাবরা। মোহাম্মদ আমির ৩টি এবং হাসান আলি ও ওয়াহাব একটি করে উইকেট শিকার করলেও রোহিত শর্মা (১৪০), বিরাট কোহলি (৭৭), রাহুল (৫৭) এবং পান্ডেরা (২৬) ভারতের রানের গতি সচল রেখেছেন ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত। রোহিত শর্মা বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করলেন। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছেন। দুই দুই বার বৃষ্টি এসে হানা দিলেও ম্যাচটা শেষ পর্যন্ত মাঠে গড়ায়। ভারত ৫০ ওভারে ৩৩৬ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে পাকিস্তান ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করলে বৃষ্টি নামে। এরপর ৪০ ওভারে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৩০২। ৫ ওভারে ১৩৬! অসম্ভব এই ম্যাচটা আর জিততে পারেনি পাকিস্তান। ২১২ রানে শেষ হয় সরফরাজদের ইনিংস। এ জয়ে ভারত শেষ চারে নিজেদের স্থান অনেকটাই পাকাপোক্ত করে নিল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ফখর জামান। এছাড়াও বাবর আজম ৪৮ ও ইমাদ ওয়াসিম ৪৬ রান করেন। ভারতের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন বিজয় শংকর, হারদিক পান্ডে ও কুলদীপ ইয়াদাব। ম্যাচসেরার পুরস্কার পান রোহিত শর্মা।
শিরোনাম
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
পাকিস্তানকে উড়িয়ে ভারতের জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর