বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণে নতুন কিছু ঘটেনি। অতীতের মতোই জিতল ভারত। গতকাল ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিরাট কোহলিরা পাকিস্তানকে ডিএল মেথডে ৮৯ রানে হারিয়েছে। বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর ধারাবাহিকতা ধরে রাখলেন কোহলিরাও। এ জয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে ওঠে এল ভারত। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৭ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে আছে নিউজিল্যান্ড। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুতে দারুণ বোলিং করে ভারতকে অল্পতেই আটকে দেওয়ার ইচ্ছে ছিল পাকিস্তানি অধিনায়ক সরফরাজের। কিন্তু তার ইচ্ছে বাস্তবায়ন করতে পারেননি আমির-ওয়াহাবরা। মোহাম্মদ আমির ৩টি এবং হাসান আলি ও ওয়াহাব একটি করে উইকেট শিকার করলেও রোহিত শর্মা (১৪০), বিরাট কোহলি (৭৭), রাহুল (৫৭) এবং পান্ডেরা (২৬) ভারতের রানের গতি সচল রেখেছেন ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত। রোহিত শর্মা বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করলেন। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছেন। দুই দুই বার বৃষ্টি এসে হানা দিলেও ম্যাচটা শেষ পর্যন্ত মাঠে গড়ায়। ভারত ৫০ ওভারে ৩৩৬ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে পাকিস্তান ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করলে বৃষ্টি নামে। এরপর ৪০ ওভারে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৩০২। ৫ ওভারে ১৩৬! অসম্ভব এই ম্যাচটা আর জিততে পারেনি পাকিস্তান। ২১২ রানে শেষ হয় সরফরাজদের ইনিংস। এ জয়ে ভারত শেষ চারে নিজেদের স্থান অনেকটাই পাকাপোক্ত করে নিল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ফখর জামান। এছাড়াও বাবর আজম ৪৮ ও ইমাদ ওয়াসিম ৪৬ রান করেন। ভারতের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন বিজয় শংকর, হারদিক পান্ডে ও কুলদীপ ইয়াদাব। ম্যাচসেরার পুরস্কার পান রোহিত শর্মা।
শিরোনাম
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
পাকিস্তানকে উড়িয়ে ভারতের জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর