বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণে নতুন কিছু ঘটেনি। অতীতের মতোই জিতল ভারত। গতকাল ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিরাট কোহলিরা পাকিস্তানকে ডিএল মেথডে ৮৯ রানে হারিয়েছে। বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর ধারাবাহিকতা ধরে রাখলেন কোহলিরাও। এ জয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে ওঠে এল ভারত। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৭ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে আছে নিউজিল্যান্ড। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুতে দারুণ বোলিং করে ভারতকে অল্পতেই আটকে দেওয়ার ইচ্ছে ছিল পাকিস্তানি অধিনায়ক সরফরাজের। কিন্তু তার ইচ্ছে বাস্তবায়ন করতে পারেননি আমির-ওয়াহাবরা। মোহাম্মদ আমির ৩টি এবং হাসান আলি ও ওয়াহাব একটি করে উইকেট শিকার করলেও রোহিত শর্মা (১৪০), বিরাট কোহলি (৭৭), রাহুল (৫৭) এবং পান্ডেরা (২৬) ভারতের রানের গতি সচল রেখেছেন ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত। রোহিত শর্মা বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করলেন। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছেন। দুই দুই বার বৃষ্টি এসে হানা দিলেও ম্যাচটা শেষ পর্যন্ত মাঠে গড়ায়। ভারত ৫০ ওভারে ৩৩৬ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে পাকিস্তান ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করলে বৃষ্টি নামে। এরপর ৪০ ওভারে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৩০২। ৫ ওভারে ১৩৬! অসম্ভব এই ম্যাচটা আর জিততে পারেনি পাকিস্তান। ২১২ রানে শেষ হয় সরফরাজদের ইনিংস। এ জয়ে ভারত শেষ চারে নিজেদের স্থান অনেকটাই পাকাপোক্ত করে নিল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ফখর জামান। এছাড়াও বাবর আজম ৪৮ ও ইমাদ ওয়াসিম ৪৬ রান করেন। ভারতের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন বিজয় শংকর, হারদিক পান্ডে ও কুলদীপ ইয়াদাব। ম্যাচসেরার পুরস্কার পান রোহিত শর্মা।
শিরোনাম
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
পাকিস্তানকে উড়িয়ে ভারতের জয়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর