বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণে নতুন কিছু ঘটেনি। অতীতের মতোই জিতল ভারত। গতকাল ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিরাট কোহলিরা পাকিস্তানকে ডিএল মেথডে ৮৯ রানে হারিয়েছে। বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর ধারাবাহিকতা ধরে রাখলেন কোহলিরাও। এ জয়ে ৭ পয়েন্ট নিয়ে তিনে ওঠে এল ভারত। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৭ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে আছে নিউজিল্যান্ড। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুতে দারুণ বোলিং করে ভারতকে অল্পতেই আটকে দেওয়ার ইচ্ছে ছিল পাকিস্তানি অধিনায়ক সরফরাজের। কিন্তু তার ইচ্ছে বাস্তবায়ন করতে পারেননি আমির-ওয়াহাবরা। মোহাম্মদ আমির ৩টি এবং হাসান আলি ও ওয়াহাব একটি করে উইকেট শিকার করলেও রোহিত শর্মা (১৪০), বিরাট কোহলি (৭৭), রাহুল (৫৭) এবং পান্ডেরা (২৬) ভারতের রানের গতি সচল রেখেছেন ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত। রোহিত শর্মা বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করলেন। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছেন। দুই দুই বার বৃষ্টি এসে হানা দিলেও ম্যাচটা শেষ পর্যন্ত মাঠে গড়ায়। ভারত ৫০ ওভারে ৩৩৬ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে পাকিস্তান ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করলে বৃষ্টি নামে। এরপর ৪০ ওভারে পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৩০২। ৫ ওভারে ১৩৬! অসম্ভব এই ম্যাচটা আর জিততে পারেনি পাকিস্তান। ২১২ রানে শেষ হয় সরফরাজদের ইনিংস। এ জয়ে ভারত শেষ চারে নিজেদের স্থান অনেকটাই পাকাপোক্ত করে নিল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ফখর জামান। এছাড়াও বাবর আজম ৪৮ ও ইমাদ ওয়াসিম ৪৬ রান করেন। ভারতের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন বিজয় শংকর, হারদিক পান্ডে ও কুলদীপ ইয়াদাব। ম্যাচসেরার পুরস্কার পান রোহিত শর্মা।
শিরোনাম
- যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান
- ট্রাম্পের লক্ষ্য: আফগান-পাকিস্তান সংঘাত সমাধান হবে ‘নম্বর ৯’
- ওমানে নিহত সাত প্রবাসীর মরদেহ দেশে ফিরল
- অ্যাপল উন্মোচন করলো নতুন আইপ্যাড প্রো এম৫
- আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা
- আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: অন্তত ১০ নিহত, যুদ্ধবিরতি ভঙ্গ
- ৪৫ বছর ছদ্মবেশে বিলাসী জীবন, অবশেষে বিচারের মুখে গুম-খুনের হোতা গোয়েন্দাপ্রধান
- কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে : বিমান মন্ত্রণালয়
- ঢাকার ৪ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে : স্বাস্থ্য অধিদপ্তর
- ভারতে ২৪ ট্রান্সজেন্ডার ব্যক্তির গণ-আত্মহত্যার চেষ্টা, নেপথ্যে যা...
- অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে দৃঢ় পদক্ষেপ : অন্তর্বর্তী সরকার
- নানা অনিয়মে বিএনপির সাত হাজার নেতা-কর্মী বহিষ্কার: মামুন মাহমুদ
- ফ্লাইট বিপর্যয়, চরম ভোগান্তিতে শত শত যাত্রী
- মোংলায় বিএনপির ৩১ দফা ও মাদকবিরোধী আলোচনা সভা
- রাঙামাটিতে ভারবোয়াচাপ বিহারে ২৯তম কঠিন চীবর দান সম্পন্ন
- উত্তরায় নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ হাজারেরও বেশি পুলিশ
- ‘এলডিপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়’
- মিরপুরের ধীরগতির পিচে জয় বাংলাদেশের
- বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে: তারেক রহমান
- জনগণের বিশ্বাস এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত : মির্জা ফখরুল