শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

জাহালমের বিষয়ে দুদকের দায় স্বীকার করে প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

মামলায় আটক দেখিয়ে বিনাদোষে জাহালমকে প্রায় তিন বছর জেল খাটানোর ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে হাই কোর্টে প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

গতকাল বিচাপতি এফ আর এম নাজমুল আহসান এবং কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে। দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান এবং জাহালমের পক্ষে আইনজীবী মো. আসাদুজ্জামান শুনানিতে অংশ নেন। প্রতিবেদনে বলা হয়েছে, দুদকের তদন্ত কর্মকর্তার ভুলের কারণে আসামি না হয়েও জাহালমকে কারাভোগ করতে হয়েছে। জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করার যে ভুলটি হয়েছে, তা দুদকের তদন্ত কর্মকর্তাদের কারণেই ঘটেছে।

দুদকের আইনজীবী খুরশীদ অলম খান প্রতিবেদনের বিষয়ে বলেন, আমার কাছে মনে হয়েছে যে, সমন্বয়হীনতার কারণেই এমনটা হয়েছে। জাহালম তিন বছর জেল খেটেছেন, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এখন এর জন্য কে কতটুকু দায়ী তা আদালত নির্ধারণ করবে।

সর্বশেষ খবর