রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় প্রিয়া সাহার বাড়ির সামনে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে- এমন অভিযোগ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে সাহায্য চাওয়ায় ঢাকায় প্রিয়া সাহার বাড়ির সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন ধর্মের একদল যুবক। গতকাল ‘সচেতন ছাত্রসমাজ’ ব্যানারে ধানমন্ডির ৪/এ নম্বর সড়কে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ওই নেত্রীর বাড়ির সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন ২০-২৫ জন যুবক। ব্যক্তিস্বার্থে মিথ্যাচার করে প্রিয়া সাহা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন দাবি করে তারা প্রিয়া সাহার বিচার চান। মানববন্ধনে অংশ নেওয়া এডউইন কমল নামের এক যুবক বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বিশ্বে বিরল। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে। কেন প্রিয়া সাহা এমনটা করলেন তা খতিয়ে দেখা দরকার। শুভ অধিকার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সব ধর্মের লোক এখানে মিলেমিশে বসবাস করছি। প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। শিক্ষানবিস আইনজীবী আবদুল কাইয়ুম বলেন, প্রিয়া সাহা সংখ্যালঘুদের কথা চিন্তা করে নয়, তার আমেরিকা প্রবাসী দুই মেয়ের নাগরিকত্ব পেতে ট্রাম্পের কাছে এ অভিযোগ করেছেন। তিনি মিথ্যাচার করে তার দুই মেয়ের নাগরিকত্ব  নেওয়ার পথ পরিষ্কার করতে গিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর