শিরোনাম
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জাতি হতাশ, বিক্ষুব্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতি হতাশ, বিক্ষুব্ধ

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি পিছিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। স্বাস্থ্য প্রতিবেদন চূড়ান্ত হলেও বিএনপি চেয়ারপারসনের জামিন ঠেকাতে সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপে তা আদালতে জমা হয়নি বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদালতের আদেশের পর গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, তিনবারের প্রধানমন্ত্রী, দুবারের বিরোধীদলীয় নেত্রী ৭৩ বছর বয়সী সবচেয়ে জনপ্রিয় নেতা খালেদা জিয়াকে প্রচলিত রীতি মেনে জামিন না দিয়ে অমানবিক আচরণ করা হচ্ছে। আপিল বিভাগের এই সিদ্ধান্ত সমস্ত জাতি শুধু হতাশই হয়নি, বিক্ষুব্ধ হয়েছে। আমরা উদ্বিগ্ন-বিক্ষুব্ধ। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্রমাবনতিতে গোটা জাতি উদ্বিগ্ন। 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর