হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিক উল্লাহ নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। গতকাল সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক আইনে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। এএপির অতিরিক্ত এসপি (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, শফিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলে তার পাকস্থলিতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। তার গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ থানার নোয়াখালীপাড়ায়। রফিক নামে এক ব্যক্তির সঙ্গে ৩০ হাজার টাকা চুক্তিতে সে ইয়াবাগুলো টেকনাফ থেকে ঢাকায় এনেছিল। এদিকে, ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, সোমবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদক বিরোধী অভিযানে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৫ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৫ গ্রাম ১৬৫ পুরিয়া হেরোইন, ৫০৫ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ১২৫ বোতল ফেনসিডিল ও ১৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৩৯টি মামলা করা হয়েছে। এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিগামী এক যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে নিরাপত্তা বিভাগ। মো. ইউনুস নামের ওই যাত্রীর গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওমরাহ পালনের জন্য সৌদি যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এয়ার এরাবিয়া জি-৫২৭ ফ্লাইটযোগে শারজাহ হয়ে জেদ্দা যাচ্ছিলেন তিনি। বিমানবন্দরে প্রথম চেকিং পার হয়ে যাওয়ার পর স্ক্যানিং মেশিনে ওই যাত্রীর ট্রলি ব্যাগে ইয়াবা ধরা পড়ে। পরে ব্যাগ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর পর ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মো. ইউনুসের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বলেন, জিজ্ঞাসাবাদে ওমরাহ পালনের জন্য যাচ্ছিলেন বলে জানিয়েছেন ওই যাত্রী। আমাদের ধারণা, নজরদারির বাইরে থাকবেন আশা করে তিনি ইয়াবা পাচারের জন্যই এ কৌশলের আশ্রয় নিয়েছিলেন।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
শাহজালালে পাকস্থলীতে, শাহ আমানতে ওমরাহ যাত্রীর কাছে ইয়াবা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর