হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিক উল্লাহ নামে এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি)। গতকাল সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক আইনে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। এএপির অতিরিক্ত এসপি (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, শফিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হলে তার পাকস্থলিতে ইয়াবা থাকার কথা স্বীকার করে। তার গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ থানার নোয়াখালীপাড়ায়। রফিক নামে এক ব্যক্তির সঙ্গে ৩০ হাজার টাকা চুক্তিতে সে ইয়াবাগুলো টেকনাফ থেকে ঢাকায় এনেছিল। এদিকে, ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, সোমবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদক বিরোধী অভিযানে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৫ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৫ গ্রাম ১৬৫ পুরিয়া হেরোইন, ৫০৫ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, ১২৫ বোতল ফেনসিডিল ও ১৪০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৩৯টি মামলা করা হয়েছে। এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিগামী এক যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে নিরাপত্তা বিভাগ। মো. ইউনুস নামের ওই যাত্রীর গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওমরাহ পালনের জন্য সৌদি যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এয়ার এরাবিয়া জি-৫২৭ ফ্লাইটযোগে শারজাহ হয়ে জেদ্দা যাচ্ছিলেন তিনি। বিমানবন্দরে প্রথম চেকিং পার হয়ে যাওয়ার পর স্ক্যানিং মেশিনে ওই যাত্রীর ট্রলি ব্যাগে ইয়াবা ধরা পড়ে। পরে ব্যাগ থেকে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর পর ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মো. ইউনুসের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বলেন, জিজ্ঞাসাবাদে ওমরাহ পালনের জন্য যাচ্ছিলেন বলে জানিয়েছেন ওই যাত্রী। আমাদের ধারণা, নজরদারির বাইরে থাকবেন আশা করে তিনি ইয়াবা পাচারের জন্যই এ কৌশলের আশ্রয় নিয়েছিলেন।
শিরোনাম
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
শাহজালালে পাকস্থলীতে, শাহ আমানতে ওমরাহ যাত্রীর কাছে ইয়াবা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর