শিরোনাম
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ছাত্রলীগ কর্মীদের হাতে ঢাবির আবাসিক শিক্ষক লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন হলের আবাসিক শিক্ষক জোবাইদা নাসরীন। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিতভাবে তিনি এ বিষয়ে অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি নিজের নিরাপত্তাও চেয়েছেন তিনি। বিষয়টি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও লিখিতভাবে জানিয়েছেন জোবাইদা নাসরীন।

উপাচার্য বরাবরে দেওয়া লিখিত অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক বলেন, ‘আমি গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের প্রাধ্যক্ষের নির্দেশে হল ছাত্রলীগ নেতা-কর্মীদের অভ্যন্তরীণ মারামারি নিয়ন্ত্রণ করার জন্য হলে আসি। সেখানে প্রশাসনিক দায়িত্ব হিসেবে আমরা চেষ্টা করছিলাম দুপক্ষকে শান্ত করতে। একপর্যায়ে একজন ছাত্রীকে মারধর করে তার কক্ষ থেকে বের করে আনা হলে আমি ছাত্রীটিকে জড়িয়ে ধরে সরিয়ে নেওয়ার চেষ্টা করি। আমরা হলের অভ্যন্তরীণ গেটের কাছে দাঁড়ালে হল ছাত্রলীগের নেতা সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কর্মীরা ছাত্র এবং আমার ওপর আক্রমণ করে। আমার চুল টেনে ফেলে দিয়ে মারধর করে এবং ছাত্রলীগ সভাপতি বলতে থাকে ছাত্রলীগ কিছু করলেই অনেক কিছু করেন, এখন মিডিয়া ডাকেন। তখন আমি বলি তোমরা আমাকে মারছ, সিসিটিভি ফুটেজ আছে, আমি প্রশাসনকে দেব। এর পর তারা গালি দিতে থাকে এবং বলে যে, আমার কলিজা কত বড়, আমি ছাত্রলীগকে ভয় দেখাই।’ প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে নেতা-কর্মীদের শাড়ি দিয়েছিল ছাত্রলীগ। গত শুক্রবার রাতে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক জাহান রাইনের ‘অনুমতি’ ছাড়া শাড়ি বিতরণ নিয়ে হল শাখা ছাত্রলীগের সহসভাপতি সালসাবিল রাবেয়ার অনুসারীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ঘটনার জের ধরে রবিবার সন্ধ্যা থেকে তাদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর