শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

৫২ প্রতিষ্ঠানের ১৫০ কেন্দ্রে ভোট ও পূজা বাড়তি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ৫২ শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠানের জন্য নির্ধারিত আছে। আবার এসব প্রতিষ্ঠানে ১৫০টি ভোটকেন্দ্রও রয়েছে। ইসি জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি এই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। ইসি সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ৫২ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ কেন্দ্রে ৮৯৫টি কক্ষ রয়েছে, যেখানে পূজা ও ভোট হবে। কেন্দ্রগুলোর মোট ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৫৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৫০৪ এবং পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৪৯ জন। দুই সিটিতে মোট কেন্দ্র রয়েছে ২ হাজার ৪৬৮টি। উত্তর সিটিতে ২৭টি প্রতিষ্ঠানের ৯৪টি কেন্দ্রের ৫৫৬টি কক্ষ রয়েছে, যেখানে পূজা ও ভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। এতে মোট ২ লাখ ১৮ হাজার ৯৪৫ জনের ভোট দেওয়ার কথা। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩ হাজার ৭৭৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ১৭১ জন। এই সিটিতে তিনটি কেন্দ্রে ৬ হাজার ৩২৫ জন নারী ও পুরুষ ভোটার একই সঙ্গে ভোট প্রদান করবেন। এর মধ্যে নারী ২ হাজার ৮৫২ জন আর পুরুষ ৩ হাজার ৪৩৭ জন। এই সিটিতে মোট কেন্দ্র ১ হাজার ৩১৮টি। আর দক্ষিণ সিটিতে ২৫টি প্রতিষ্ঠানের ৫৬টি কেন্দ্রের ৩৩০টি কক্ষ রয়েছে, যেখানে পূজা ও ভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। এতে মোট ১ লাখ ১৭ হাজার ১০৮ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে নারী ভোটার ৫৪ হাজার ৭৩০ জন এবং পুরুষ ভোটার ৬২ হাজার ৩৭৮ জন। এই সিটিতে ১৯ কেন্দ্রে ৬৪ হাজার ৩১৮ জন নারী ও পুরুষ ভোটার ভোট দেবেন। এর মধ্যে নারী ২৩ হাজার ৩৭৩ জন আর পুরুষ ভোটার ৪০ হাজার ৯৪৫ জন। এই সিটিতে মোট কেন্দ্র ১ হাজার ১৫০টি। এ বিষয়ে উত্তর সিটির রিটার্নিং অফিসার আবুল কাসেম বলেছেন, ভোট ও পূজার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন কোনো সমস্যা হবে না। দক্ষিণ সিটির রিটার্নিং অফিসার আবদুল বাতেন বলেছেন, আমাদের এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর