জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, রোহিঙ্গারা এখন দেশের জন্য বিষফোঁড়া। আমাদের দেশে ১০ থেকে ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। এদের মধ্যে কেউ কেউ বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন জায়গায় ভোটার হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পর্যবেক্ষকদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ নির্বাচন কমিশন নিবন্ধিত ৩১ এনজিও ও ২৬ সুপ্রতিষ্ঠিত সংস্থার সমন্বয়ে গঠিত বাংলাদেশের সর্ববৃহৎ নির্বাচন পর্যবেক্ষক প্লাটফর্ম মনিটরিং ফোরামের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কাজী রিয়াজুল হক আরও বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনের সময় যদি কোনো রোহিঙ্গা ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায় সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। নির্বাচন পর্যবেক্ষকদের পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, নিরপেক্ষতা বজায় রেখে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের ভোট দেওয়া থেকে শুরু করে সব বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। নিজের পূর্ব অভিজ্ঞতা থেকে বলেন, নির্বাচন শেষে যেসব প্রার্থী জয়লাভ করেন অনেকাংশেই পর্যবেক্ষকরা তাদের পক্ষাবলম্বন করেন। এটা ঠিক নয়। নিজেদের অবস্থান থেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভোট কেন্দ্রে অবস্থান করে পর্যবেক্ষণ করতে হবে। কর্মশালায় সভাপতিত্ব করেন ইলেকশন মনিটরিং ফোরামের অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক কমিশনার মো. শাহ নেওয়াজসহ বিভিন্ন এনজিও ও নিবন্ধিত সংস্থার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
রোহিঙ্গারা এখন দেশের জন্য বিষফোঁড়া
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর