শিরোনাম
রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চতুর্থ দিনে ট্রাম্পের অভিশংসন শুনানি

প্রতিদিন ডেস্ক

চতুর্থ দিনে ট্রাম্পের অভিশংসন শুনানি

মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানি গতকাল চতুর্থ দিনের মতো চলেছে। এদিনও আগের দিনের মতো সিনেটররা অলস সময় কাটিয়েছেন। সূত্র : বিবিসি। খবরে বলা হয়, একঘেয়ে শুনানিতে গতকাল সিনেটে রিপাবলিকানদের প্রাধান্য ছিল। প্রসঙ্গত, ট্রাম্পের বিচারের জন্য শপথ নিয়েছেন সিনেটের ১০০ আইনপ্রণেতা। ১০০ আসনের সিনেটে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন। কিন্তু সিনেটে ডেমোক্র্যাট সিনেটর মাত্র ৪৭। আর রিপাবলিকানরা ৫৩ হওয়ায় ট্রাম্প শেষ পর্যন্ত খালাস পাবেন বলেই ধারণা করা হচ্ছে। তবে ব্যতিক্রমী কিছু ঘটলে তার স্থলে নতুন প্রেসিডেন্ট হবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আগামী সপ্তাহের মধ্যে শেষ হতে পারে মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানি। মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশের উদ্যোগ : এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা আগামী মঙ্গলবার প্রকাশ করা হতে পারে। ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগে এ পরিকল্পনা প্রকাশ করা হবে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ফিলিস্তিনিরা প্রথমে এ পরিকল্পনা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে। তবে এতে তাদের লাভ হবে।

সর্বশেষ খবর