শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের শুনানিতে ধাক্কা খেল ডেমোক্র্যাটরা

প্রতিদিন ডেস্ক

ট্রাম্পের শুনানিতে ধাক্কা খেল ডেমোক্র্যাটরা

মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানিতে প্রত্যক্ষদর্শী ইস্যুতে বড় ধাক্কা খেল ডেমোক্র্যাটরা। কারণ মার্কিন সিনেটর লামার আলেক্সান্ডার জানিয়েছেন, ট্রাম্পের অভিশংসনের শুনানিতে প্রত্যক্ষদর্শী আনার আর প্রয়োজন নেই। এই সিদ্ধান্তের কারণে মার্কিন সিনেট এখন শেষ করে দিতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানি। সূত্র : বিবিসি। খবরে    বলা হয়েছে, ট্রাম্পের অভিশংসনের শুনানিতে প্রত্যক্ষদর্শী হিসেবে মার্কিন সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনকে আনতে চেয়েছিল ডেমোক্র্যাটরা। তখন জন বল্টন জানিয়েছিলেন, আইনসম্মতভাবে না ডাকলে তিনি সিনেটে যাবেন না। আর তাকে সিনেটে নেওয়ার জন্য চারজন রিপাবলিকান সিনেট সদস্যের অনুমতি প্রয়োজন ছিল। তবে লামার আলেক্সান্ডারে রাজি না হওয়ায় সিনেটে আর আসতে হচ্ছে না জন বল্টনকে। ডেমোক্র্যাটদের দাবি ছিল, ট্রাম্পের দুর্নীতির বিষয়ে জানতেন জন বল্টন। প্রসঙ্গত, সম্প্রতি জন বল্টন স্মৃতিকথা সংবলিত বই প্রকাশ করে চাঞ্চল্য তৈরি করেছেন। তাতে ট্রাম্পের অনিয়ম-দুর্নীতির প্রসঙ্গ উঠে এসেছে। এ কারণেই ডেমোক্র্যাটরা তাকে শুনানিতে আনতে চেয়েছিলেন। উল্লেখ্য, ১০০ আসনের সিনেটে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন। কিন্তু সিনেটে  ডেমোক্র্যাট সিনেটর মাত্র ৪৭ জন। আর রিপাবলিকানরা ৫৩ জন হওয়ায় ট্রাম্প শেষ পর্যন্ত খালাস পেতে যাচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর