বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ক্রসফায়ারের হুমকি দিয়ে ২৩ লাখ টাকা

সাত পুলিশের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে সিএমপির বায়েজীদ থানার ওসি প্রিটন সরকারসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন মোহাম্মদ ইয়াছিন নামে এক ব্যক্তি। গতকাল বিকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে মামলাটি করা হয়। বাদীপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সুমন বলেন, বায়েজীদ থানা পুলিশ ইয়াছিনকে দুই দফায় তুলে নিয়ে ২৩ লাখ টাকা আদায় করে। এ অভিযোগে বায়েজীদ থানার বর্তমান ওসি প্রিটন সরকার, সাবেক ওসি আতাউর রহমান, এসআই আকতার, এএসআই ইব্রাহিম, মিঠুন দাশ, কনস্টেবল রহমান ও সাইদুলকে আসামি করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে সিএমপির অতিরিক্ত কমিশনারকে (প্রশাসন ও অর্থ) তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে। অভিযুক্ত প্রিটন সরকার বলেন, ‘ইয়াছিন নামে কাউকে চিনি না। তাই তার অভিযোগের বিষয়ে কিছু বলতে পারব না।’ আতাউর রহমান বলেন, ‘ওই থানা থেকে তিন মাস আগে বদলি হয়ে গেছি। ইয়াছিন নামে কাউকে চিনি না। অভিযোগের বিষয়ে বলতে পারব না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর