বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
বিসমিল্লাহ গ্রুপের অর্থ পাচার

এমডিসহ সাতজনকে ধরতে রেড অ্যালার্ট জারির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান আনোয়ার চৌধুরী, তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান নওরীন হাবিবসহ সাতজনকে ধরতে রেড অ্যালার্ট জারির নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ বিষয়ে পুলিশপ্রধান (আইজিপি), র‌্যাবের মহাপরিচালককে আগামী ৫ এপ্রিল পরবর্তী প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের      সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। খাজা সোলেমান আনোয়ার চৌধুরী, নওরীন হাবিব বাদে বাকি পাঁচ আসামি হলেন- বিসমিল্লাহ গ্রুপের পরিচালক ও খাজা সোলেমানের বাবা সফিকুল আনোয়ার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আকবর আজিজ মুতাক্কি, মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী, ব্যবস্থাপক রিয়াজউদ্দিন আহম্মেদ, নেটওয়ার্ক ফ্রেইট সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান মো. আক্তার হোসেন। ২০১৮ সালে ১০ সেপ্টেম্বর অর্থ পাচার মামলায় বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাজা সোলেমান আনোয়ার চৌধুরী, তার স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান নওরীন হাবিবসহ নয়জনকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত-১০।

 এ কারাদন্ডের পাশাপাশি আসামিদের ৩০ কোটি ৬৭ লাখ ২৩ হাজার ৩৭৩ টাকা অর্থদন্ড দেয় আদালত। এর মধ্যে জনতা ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমদ খান ও এস এম শোয়েব-উল-কবীর আদালতে আত্মসমর্পণ করেন। পরে তারা হাই কোর্টে জামিন আবেদন করেন।

সর্বশেষ খবর