শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

সংবাদপত্রের গাড়িসহ জরুরি যা কিছু আওতামুক্ত

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বা বন্ধের আওতায় পড়বে না সংবাদপত্র ও জরুরি পরিবহন। গত মঙ্গলবার বিকালে মন্ত্রিপরিষদ সচিব এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘এই ছুটি শুধুমাত্র সরকারি-বেসরকারি অফিস আদালতের জন্য প্রযোজ্য। তবে স্বাস্থ্যসেবা, সংবাদপত্র ও অন্যান্য জরুরি কার্যাবলীর ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য নয়।’ এতে আরও বলা হয়, গণপরিবহন ব্যতীত অন্যান্য জরুরি পরিবহন যেমন ট্রাক, কার্গো, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রবাহী গাড়ি যথারীতি চলবে। সেইসঙ্গে ওষুধ, খাদ্য প্রস্তুত শিল্প কারখানা, বাজার ও দোকানপাটের গাড়ি নিজস্ব ব্যবস্থাপনায় চলবে।

সর্বশেষ খবর