বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
আইইডিসিআরের ব্রিফিং

দেশে নতুন আক্রান্ত দুজন

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ছয়জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫ জন। টাঙ্গাইল, ঝালকাঠি ও পিরোজপুরে করোনাভাইরাসের লক্ষণ সর্দি, জ্বর ও কাশি   নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গতকাল এক ভিডিও ব্রিফিংয়ে বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আক্রান্ত দুজনই পুরুষ। একজনের বয়স ৫৭ বছর এবং অন্যজনের ৫৫ বছর। একজন সৌদি আরবফেরত হলেও অন্যজনের বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। আক্রান্ত ব্যক্তিদের একজন ডায়াবেটিসে, অন্যজন ডায়াবেটিস ও উচ্চরক্তচাপে ভুগছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং দুজনই সুস্থ আছেন। যার বিদেশ ভ্রমণের ইতিহাস নেই, তার সংক্রমিত হওয়ার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এছাড়া আগে থেকে আক্রান্তদের মধ্যে আরও ছয়জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে সবমিলিয়ে সুস্থ হয়েছেন ২৫ জন। নতুন সুস্থদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। এদের মধ্যে একজন ৭০ বছর বয়সীও আছেন।

মৃত কয়েকজনের নমুনা পরীক্ষায় ‘ভাইরাস পায়নি’ আইইডিসিআর :   দেশের বিভিন্ন জায়গায় সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বেশ কয়েকজনের মৃত্যু ঘিরে করোনাভাইরাসের বিস্তার নিয়ে আতঙ্ক দেখা দিলেও আইইডিসিআর বলছে, তাদের কয়েকজনের নমুনা পরীক্ষায় এ রোগ পায়নি তারা। গতকাল সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে বেশকিছু মৃত্যু নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছিল। তাদের মধ্যে সৎকার হয়ে যাওয়ার আগে তথ্য পেয়ে কয়েকজনের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। আমরা সেই নমুনা পরীক্ষা করেছি। কারোর দেহেই কভিড-১৯ এর কোনো সংক্রমণ পাওয়া যায়নি। সে জন্য আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, মৃত্যু হলেই কভিড-১৯ ভেবে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। এই রোগ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মীরজাদী ফ্লোরা বলেন, যাদের কভিড-১৯ সংক্রমণ থাকতে পারে বলে সন্দেহ করছি তাদের সবাইকে পরীক্ষা করেই নিশ্চিত করছি রোগীর সংখ্যা। তবে মৃতদের মধ্যে কতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে সংবাদ সম্মেলনে সে তথ্য জানাননি আইইডিসিআরের পরিচালক।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর