শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সংবাদপত্র সন্ধ্যায় বন্ধের আওতামুক্ত

নিজস্ব প্রতিবেদক

সংবাদপত্র ‘সন্ধ্যায় বন্ধের’ আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার যে কঠোর অবস্থান নিয়েছে, তার অংশ হিসেবে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হলেও সংবাদপত্র এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। স্থানীয় পর্যায়ে পুলিশের সব কর্মকর্তাকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ছুটি বা বন্ধ সরকারি-বেসরকারি অফিস-আদালতের জন্য প্রযোজ্য হবে। স্বাস্থ্যসেবা, সংবাদপত্রসহ অন্যান্য জরুরি প্রতিষ্ঠান চলবে। এরই ধারাবাহিকতায় সাধারণ ছুটির মেয়াদ দফায় দফায় বৃদ্ধি করার পাশাপাশি সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় যেসব প্রজ্ঞাপন জারি করেছে তার সবকটিতেই বলা হয়েছে, জরুরি সেবাসহ সংবাদপত্র সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে।

সর্বশেষ খবর