রবিবার, ৭ জুন, ২০২০ ০০:০০ টা

পাঁচজনের নমুনায় একজন শনাক্ত

আরও মৃত্যু ৩৫, আক্রান্ত ২৬৩৫

বিশেষ প্রতিনিধি

পাঁচজনের নমুনায় একজন শনাক্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৮৪৬ জনের মৃত্যু হলো। একই সময়ে ১২ হাজার ৯০৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ১২ হাজার ৪৮৬টি নমুনার। এতে নতুন করে আরও দুই হাজার ৬৩৫ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়। নমুনা পরীক্ষার হিসাবে রোগী শনাক্তের হার ২১.১০ শতাংশ। অর্থাৎ প্রতি পাঁচজনের নমুনা পরীক্ষায় একজন রোগী শনাক্ত হচ্ছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে তিন লাখ ৮৪ হাজার ৮৫১টি। এর মধ্যে মোট ৬৩ হাজার ২৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৮ জন পুরুষ এবং সাত জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১-৯০ বছরের মধ্যে একজন, ৭১-৮০ বছরের মধ্যে ৯ জন, ৬১-৭০ বছরের মধ্যে পাঁচজন, ৪১-৫০ বছরের মধ্যে তিনজন, ৫১-৬০ বছরের মধ্যে ১০ জন, ৩১-৪০ বছরের মধ্যে দুজন, ২১-৩০ বছরের মধ্যে তিনজন, ১১-২০ বছরের দুজন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে আটজন, সিলেট বিভাগে দুজন, রাজশাহী বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে দুজন। এদের মধ্যে হাসপাতালে ২৫ জন এবং বাসায় মারা গেছেন ৯ জন। আর মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে একজনকে। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৭৭.০৬ শতাংশ এবং নারী ২২.৯ শতাংশ। এখন পর্যন্ত তিন লাখ ৮৪ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন রোগী। সারা দেশের কোথায় কোথায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন এবং নতুন রোগী শনাক্ত হলেন এবং তার সবশেষ খবর জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা

চট্টগ্রাম : চট্টগ্রামে একদিনে আরও ১৪০ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে ৭২ জন চট্টগ্রাম মহানগরীর এবং বাকি ৬৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৮১১ জনে। এই দিন বিআইটিআইডিতে ২৭৯ নমুনা পরীক্ষা করে পজিটিভ মিলেছে ৪০ জনের। তাদের মধ্যে মহানগর এলাকার ১৮ এবং বিভিন্ন উপজেলার ২২ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ৫০ জনের। তাদের মধ্যে মহানগর এলাকার ৪৮ জন এবং বাকি দুইজন বিভিন্ন উপজেলার। শুক্রবার চট্টগ্রামে করোনাভাইরাসমুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫ জন এবং চারজন মারা গেছেন বলে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে। রাজশাহী : রাজশাহী বিভাগে আরও ৮৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে বিভাগে এক হাজার ২৮৭ জনের দেহে করোনা শনাক্ত হলো। এর মধ্যে সর্বোচ্চ ৫২ জনের করোনা ধরা পড়েছে বগুড়ায়। এ ছাড়া পাবনায় ১৯ জন, সিরাজগঞ্জে ছয়জন, রাজশাহীতে তিনজন ও নাটোরে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আরও যে তিনজন মারা গেছেন তাদের দুজন পাবনা এবং অন্যজন বগুড়া জেলার বাসিন্দা। টাঙ্গাইল : নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩৫ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন মির্জাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, তার ভাতিজা উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মীর চঞ্চল মাহমুদ ও কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক। চুয়াডাঙ্গা : জেলায় নতুন করে ছয় পুলিশসহ ১১ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দর্শনা থানার এক এসআই, চার এএসআই ও এক কনস্টেবল রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১২ জনে। এদের মধ্যে ইতিমধ্যেই ৭৭ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন একজন। দিনাজপুর : জেলায় গত ২৪ ঘণ্টায় একই পরিবারের চারজনসহ ১৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৮১জন। যার মধ্যে পুরুষ ২০০জন, নারী ৬৮জন ও শিশু ১৩জন রয়েছে। গাজীপুর : জেলায় নতুন করে করোনাভাইরাসে ৩৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৫৬৭ জন। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ২৪ জন, কালিয়াকৈর উপজেলায় ১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ৯৯৮ জন, কালিয়াকৈর উপজেলায় ১৮২ জন, কালীগঞ্জ উপজেলায় ১৫৫ জন, কাপাসিয়া উপজেলায় ১১৪ জন এবং শ্রীপুর উপজেলায় ১১৮ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৪ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৩ জন। নোয়াখালী : একদিনে নোয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যু হলো ২৬ জনের। এছাড়া নতুন করে ১৩ পুলিশ সদস্যসহ ৮৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৬৪ জন। ফেনী : ফেনীতে স্বাস্থ্যকর্মী, ব্যাংকার ও একই পরিবারের পাঁচজনসহ নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জন ডা.  সাজ্জাদ হোসেন জানান, এ নিয়ে ফেনীতে মোট আক্রান্তের সংখ্যা ২৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন। মারা গেছে চারজন। চাঁদপুর : চাঁদপুরে নতুন করে ১৭জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁদপুর সদরে ছয়জন, মতলব দক্ষিণে চারজন, হাজীগঞ্জে তিনজন, ফরিদগঞ্জে তিনজন ও হাইমচরে একজন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার ৫৭ জনের রিপোর্ট আসে। তারমধ্যে ১৭ জনের পজিটিভ। এ পর্যন্ত মোট ২১জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর