কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে গত ৫ বছরে বিচারবহির্ভূত হত্যাকা এবং পুলিশ হেফাজতে হত্যার সব ঘটনায় উদ্বেগ জানিয়ে বিচার দাবি করেছে দলটি। গত শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকের বিষয়ে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিগগিরই সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানাবে দলটি। বিএনপি মহাসচিব জানান, স্থায়ী কমিটির বৈঠকে মানবাধিকার লঙ্ঘন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষ করে পুলিশের গুলিতে যেভাবে হত্যার ঘটনা বেড়ে চলেছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বৈঠকে বলা হয়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে মিথ্যা মামলা, গ্রেফতার, হয়রানি বেড়েই চলেছে। যা বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ এবং ভিন্নমত দমনের জন্য ব্যবহার করা হচ্ছে। সরকার ক্ষমতায় অগণতান্ত্রিকভাবে টিকে থাকা এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার হীন ষড়যন্ত্র করছে। বৈঠকে গত ৪ আগস্ট দলের ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের মৃত্যু ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মির্জা ফখরুল আরও জানান, স্থায়ী কমিটির বৈঠকে সাম্প্রতিককালে করোনাভাইরাসে যেসব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, দলীয় নেতা-কর্মী এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ইন্তেকাল করেছেন তাদের সবার মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এছাড়া বলা হয়, কভিড-১৯ করোনাভাইরাস মোকাবিলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সরকারের অবহেলা ও উদাসীনতায় করোনা সংক্রমন যে বাড়ছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়াও দলের সাংগঠনিক বিষয় এবং বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- পূর্বাচলে প্লট দুর্নীতি : শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
মিথ্যা মামলা গ্রেফতার হয়রানি চলছেই : ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর