যোগাযোগ বিশেষজ্ঞ ও সাবেক সচিব কারার মাহমুদুল হাসান বলেন, বিআরসিটি কর্তৃপক্ষের কোনো পেশাগত যোগ্যতা নেই। নেতৃত্বে বসানো হয় আমলা পর্যায়ের লোকদের। এখানে যোগ্য লোকেরা আসতেও চান না। এখন চুরি-চামারির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিআরটিসি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন। আলাপচারিতায় সাবেক এই সচিব বলেন, এখানে ভালো লোকেরা আসতেও চান না। তাদের এমনভাবে অপমান করে বের করে দেওয়া হয়, যাতে তারা ছুটি নিয়ে চলে যেতে বাধ্য হন। এখান থেকে কেউ সম্মান নিয়ে চলে আসতে পারেন না। এ কারণে বিআরটিসির মূল সমস্যা হচ্ছে ব্যবস্থাপনায়। তিনি বলেন, এখন বিআরটিসির বাসগুলো আসছে ভারত থেকে। এগুলো ছয় মাস থেকে এক বছর কোনোমতে চলে। এরপর আর এই বাসগুলোর কোনো খবর থাকে না। কারণ, এর রক্ষণাবেক্ষণ করা হয় না। দক্ষ ড্রাইভারদের হাতে দায়িত্ব দেওয়া হয় না। তাছাড়া বাস মালিক শ্রমিকদের নানা ইউনিয়নের কারণে ধর্মঘট করে দেশের বিভিন্ন স্থানে এ সার্ভিস বন্ধ করে রাখা হয়। সরকারের সেই সক্ষমতা নেই যে, আইন প্রয়োগ করে এসব বাস চালাবে। সেই ব্যবস্থাপনাও লক্ষ্য করা যায় না। তিনি বলেন, এক সমীক্ষায় দেখা গেছে, ৪৪ ভাগ ড্রাইভারের চোখের দৃষ্টিশক্তি কম। এ বিষয়টা কেউ দেখছে না। গাড়ি বা ড্রাইভারের লাইসেন্স, ফিটনেস দেওয়া হচ্ছে। কিন্তু এসব বিষয় কেউ দেখছে না। অব্যবস্থাপনা আর চুরি-চামারির কারণেই বিআরটিসি ডুবতে বসেছে। লক্কড়ঝক্কড় বাস সর্বোচ্চ দুই বছর চলে তা জঞ্জালে পরিণত হয়। এটা তদারকি করার কেউ নেই। কারার মাহমুদুল হাসান আরও বলেন, যারা গাড়ির ফিটনেস ছাড়পত্র দেন সেই বিআরটিএর লোকবলের যথেষ্ট অভাব। যেখানে ৪ হাজার লোকের প্রয়োজন সেখানে প্রায় অর্ধেকই নেই। এই সেবা খাতের প্রতিটি স্তরেই নানা সমস্যা। জনবল যাও আছে তাদের যুগোপযোগী ট্রেনিং নেই। ড্রাইভারদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয় না। মাঝেমধ্যে বলা হয়, ১ লাখ ড্রাইভারকে ট্রেনিং দেওয়া হচ্ছে। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায়, ২০০ জনকেও ট্রেনিং দেওয়া হয়নি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ