যোগাযোগ বিশেষজ্ঞ ও সাবেক সচিব কারার মাহমুদুল হাসান বলেন, বিআরসিটি কর্তৃপক্ষের কোনো পেশাগত যোগ্যতা নেই। নেতৃত্বে বসানো হয় আমলা পর্যায়ের লোকদের। এখানে যোগ্য লোকেরা আসতেও চান না। এখন চুরি-চামারির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিআরটিসি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন। আলাপচারিতায় সাবেক এই সচিব বলেন, এখানে ভালো লোকেরা আসতেও চান না। তাদের এমনভাবে অপমান করে বের করে দেওয়া হয়, যাতে তারা ছুটি নিয়ে চলে যেতে বাধ্য হন। এখান থেকে কেউ সম্মান নিয়ে চলে আসতে পারেন না। এ কারণে বিআরটিসির মূল সমস্যা হচ্ছে ব্যবস্থাপনায়। তিনি বলেন, এখন বিআরটিসির বাসগুলো আসছে ভারত থেকে। এগুলো ছয় মাস থেকে এক বছর কোনোমতে চলে। এরপর আর এই বাসগুলোর কোনো খবর থাকে না। কারণ, এর রক্ষণাবেক্ষণ করা হয় না। দক্ষ ড্রাইভারদের হাতে দায়িত্ব দেওয়া হয় না। তাছাড়া বাস মালিক শ্রমিকদের নানা ইউনিয়নের কারণে ধর্মঘট করে দেশের বিভিন্ন স্থানে এ সার্ভিস বন্ধ করে রাখা হয়। সরকারের সেই সক্ষমতা নেই যে, আইন প্রয়োগ করে এসব বাস চালাবে। সেই ব্যবস্থাপনাও লক্ষ্য করা যায় না। তিনি বলেন, এক সমীক্ষায় দেখা গেছে, ৪৪ ভাগ ড্রাইভারের চোখের দৃষ্টিশক্তি কম। এ বিষয়টা কেউ দেখছে না। গাড়ি বা ড্রাইভারের লাইসেন্স, ফিটনেস দেওয়া হচ্ছে। কিন্তু এসব বিষয় কেউ দেখছে না। অব্যবস্থাপনা আর চুরি-চামারির কারণেই বিআরটিসি ডুবতে বসেছে। লক্কড়ঝক্কড় বাস সর্বোচ্চ দুই বছর চলে তা জঞ্জালে পরিণত হয়। এটা তদারকি করার কেউ নেই। কারার মাহমুদুল হাসান আরও বলেন, যারা গাড়ির ফিটনেস ছাড়পত্র দেন সেই বিআরটিএর লোকবলের যথেষ্ট অভাব। যেখানে ৪ হাজার লোকের প্রয়োজন সেখানে প্রায় অর্ধেকই নেই। এই সেবা খাতের প্রতিটি স্তরেই নানা সমস্যা। জনবল যাও আছে তাদের যুগোপযোগী ট্রেনিং নেই। ড্রাইভারদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয় না। মাঝেমধ্যে বলা হয়, ১ লাখ ড্রাইভারকে ট্রেনিং দেওয়া হচ্ছে। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায়, ২০০ জনকেও ট্রেনিং দেওয়া হয়নি।
শিরোনাম
- টানা পাঁচ ঘণ্টা ধরে অবরুদ্ধ জবি উপাচার্য-কোষাধ্যক্ষ-প্রক্টর ও রেজিস্ট্রার
- গাজীপুরে ট্রাফিক সদস্যদের স্বচ্ছতা নিশ্চিতে লাগানো হচ্ছে বডিঅন ক্যামেরা
- রাঙামাটিতে ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
- তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
- বরিশালে ট্যাংকলরি শ্রমিকদের ৬ ঘণ্টা কর্মবিরতি পালন
- ‘তরুণদের স্পিরিট কাজে লাগিয়ে দেশ গড়তে হবে’
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা
- কুমিল্লায় একই পরিবারের চারজন নিহত: উল্টোপথে আসা সেই বাস জব্দ
- দুইজন ইউটিউব খুলে সাংবাদিক সেজে চাঁদাবাজি করেই যাচ্ছে : ইলিয়াস
- শরীয়তপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
- আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত
- হল্টের বিধ্বংসী সেঞ্চুরিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স
- মোহাম্মদপুর থানার ওসিসহ ডিএমপির তিন পরিদর্শক বদলি
- গণপিটুনিতে হত্যার বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন
- দুই দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের প্রশাসনিক ভবন অবরোধ
- ফতুল্লা স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার কান্না আসছে : বিসিবি সভাপতি
- রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে তিন দিনের সম্মেলন শুরু
- কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
- তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত
- বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সাধারণ সভা অনুষ্ঠিত
চুরি-চামারি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে
কারার মাহমুদুল হাসান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর