তৃতীয় দিন শেষে মাত্র ২১৮ রানে এগিয়ে বাংলাদেশ। তারপরও অতীত রেকর্ডের বিচারে জয়ের স্বপ্ন দেখতে পারেন মুমিনুলরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংস তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড সাকল্যে তিনটি। তাড়া করে চার নম্বর জয়ের সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সামনে। এজন্য আজ চতুর্থ দিন বাংলাদেশকে কম রানে অলআউট করতে হবে। এখানে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিউজিল্যান্ডের। বাংলাদেশের ৩১৭ রান ছুড়ে দেওয়া টার্গেট ব্ল্যাক ক্যাপসরা টপকেছিল ৭ উইকেট হারিয়ে। চলতি টেস্টে তৃতীয় দিন শেষে মুমিনুল হকের বাংলাদেশ ৩ উইকেটে ৪৭ রান তুলেছে। এখন দ্বিতীয় ইনিংসে কতদূর গিয়ে থামবে টাইগাররা, সেটা আজ বোঝা যাবে। কিন্তু তার আগে টেস্ট জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হতেই পারে মুমিনুল বাহিনী। জহুর আহমেদ স্টেডিয়ামে এর আগে আরও একবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ এবং জিতেছিল ৬৪ রানে। অতীত রেকর্ডই আত্মবিশ্বাস জোগাচ্ছে টাইগারদের। এজন্য অবশ্য টাইগারদের কঠিন লড়াই করতে হবে। কেননা দলের মূল ক্রিকেটার কুঁচকির টানের জন্য মাঠের বাইরে। খেলতে পারবেন কিনা, নিশ্চিত নয়। গতকাল জহুর আহমেদ স্টেডিয়ামে শেষ সেশনটি হঠাৎ করেই রং বদলে দেয়। সফরকারী ক্যারিবীয়রা তাদের শেষ ৫ উইকেট হারায় মাত্র ৬ রানের ব্যবধানে ২২ বলের মধ্যে। ২৫৩ রানে ষষ্ঠ উইকেটের পতনের পর ২৫৯ রানে অলআউট। ১৭১ রানে এগিয়ে যাওয়ার সুবিধাকে অবশ্য কাজে লাগাতে পারেনি টাইগাররা। দ্বিতীয় ওভারে মাত্র ৩ বলের ব্যবধানে ১ রানের মধ্যে হারায় তামিম ও নাজমুলকে। ৩৩ রানে ফিরে যান সাদমান। ৩ উইকেট হারিয়ে কোণঠাসা দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক মুমিনুল ও মুশফিকুর রহিম। অবিচ্ছিন্ন থেকে ৪৭ রান তুলে দিন শেষ করে এগিয়ে গেছে ২১৮ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৩০ রান এবং ওয়েস্ট ইন্ডিজের ২৫৯ রান। জহুর আহমেদে বাংলাদেশ আগের ১৯ টেস্টে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। ক্যারিবীয়দের ৬৪ রানে হারিয়েছিল ২০১৮ সালে। জিম্বাবুয়েকে হারিয়েছিল ১৮৬ রানে। এ মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ দলগত স্কোর বাংলাদেশের ৩৩১। তাড়া করে জয়ের রেকর্ড ৩১৭ রান। এ ছাড়া শ্রীলঙ্কা জিতেছে ১৮৬ এবং অস্ট্রেলিয়া ৮৭ রান তাড়া করে। ক্যারিবীয়রা এর আগে টাইগারদের ছুড়ে দেওয়া ২০৩ রান তাড়া করতে নেমে তাইজুলের ঘূর্ণিতে ১৩৯ রানে গুটিয়ে হেরেছিল। আশ্চর্য হলেও সত্যি, ওই জয়ের চার স্পিনারই খেলছেন এবার। তবে কুঁচকির টানের জন্য সাকিবের স্পিন সহায়তা পাচ্ছে না টাইগাররা।
শিরোনাম
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
- পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : নাসির উদ্দীন
- হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
- নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে ক্লিনিং ডে উদ্বোধন
- গাজীপুরে ৪ ডাকাত গ্রেপ্তার
- ছয় হত্যা মামলার আসামি সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৬ মামলা
- ভারতকে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানো থেকে বিরত থাকতে হবে : শাহবাজ শরিফ
- ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুলের স্ত্রী
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯১২
- বুড়িরহাট হটিকালচার সেন্টারে দেখা মিলল বিপন্ন প্রজাতির পুত্রঞ্জীব গাছ
- চলন্ত ট্রেনের বগি থেকে পড়ে গেলেন স্টেশন মাস্টার
- ১৩ নভেম্বর ঘিরে শঙ্কা নেই, ঢাকাবাসী তৎপরতা রুখে দেবে : ডিএমপি কমিশনার