তৃতীয় দিন শেষে মাত্র ২১৮ রানে এগিয়ে বাংলাদেশ। তারপরও অতীত রেকর্ডের বিচারে জয়ের স্বপ্ন দেখতে পারেন মুমিনুলরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংস তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড সাকল্যে তিনটি। তাড়া করে চার নম্বর জয়ের সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সামনে। এজন্য আজ চতুর্থ দিন বাংলাদেশকে কম রানে অলআউট করতে হবে। এখানে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিউজিল্যান্ডের। বাংলাদেশের ৩১৭ রান ছুড়ে দেওয়া টার্গেট ব্ল্যাক ক্যাপসরা টপকেছিল ৭ উইকেট হারিয়ে। চলতি টেস্টে তৃতীয় দিন শেষে মুমিনুল হকের বাংলাদেশ ৩ উইকেটে ৪৭ রান তুলেছে। এখন দ্বিতীয় ইনিংসে কতদূর গিয়ে থামবে টাইগাররা, সেটা আজ বোঝা যাবে। কিন্তু তার আগে টেস্ট জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হতেই পারে মুমিনুল বাহিনী। জহুর আহমেদ স্টেডিয়ামে এর আগে আরও একবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ এবং জিতেছিল ৬৪ রানে। অতীত রেকর্ডই আত্মবিশ্বাস জোগাচ্ছে টাইগারদের। এজন্য অবশ্য টাইগারদের কঠিন লড়াই করতে হবে। কেননা দলের মূল ক্রিকেটার কুঁচকির টানের জন্য মাঠের বাইরে। খেলতে পারবেন কিনা, নিশ্চিত নয়। গতকাল জহুর আহমেদ স্টেডিয়ামে শেষ সেশনটি হঠাৎ করেই রং বদলে দেয়। সফরকারী ক্যারিবীয়রা তাদের শেষ ৫ উইকেট হারায় মাত্র ৬ রানের ব্যবধানে ২২ বলের মধ্যে। ২৫৩ রানে ষষ্ঠ উইকেটের পতনের পর ২৫৯ রানে অলআউট। ১৭১ রানে এগিয়ে যাওয়ার সুবিধাকে অবশ্য কাজে লাগাতে পারেনি টাইগাররা। দ্বিতীয় ওভারে মাত্র ৩ বলের ব্যবধানে ১ রানের মধ্যে হারায় তামিম ও নাজমুলকে। ৩৩ রানে ফিরে যান সাদমান। ৩ উইকেট হারিয়ে কোণঠাসা দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক মুমিনুল ও মুশফিকুর রহিম। অবিচ্ছিন্ন থেকে ৪৭ রান তুলে দিন শেষ করে এগিয়ে গেছে ২১৮ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৩০ রান এবং ওয়েস্ট ইন্ডিজের ২৫৯ রান। জহুর আহমেদে বাংলাদেশ আগের ১৯ টেস্টে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। ক্যারিবীয়দের ৬৪ রানে হারিয়েছিল ২০১৮ সালে। জিম্বাবুয়েকে হারিয়েছিল ১৮৬ রানে। এ মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ দলগত স্কোর বাংলাদেশের ৩৩১। তাড়া করে জয়ের রেকর্ড ৩১৭ রান। এ ছাড়া শ্রীলঙ্কা জিতেছে ১৮৬ এবং অস্ট্রেলিয়া ৮৭ রান তাড়া করে। ক্যারিবীয়রা এর আগে টাইগারদের ছুড়ে দেওয়া ২০৩ রান তাড়া করতে নেমে তাইজুলের ঘূর্ণিতে ১৩৯ রানে গুটিয়ে হেরেছিল। আশ্চর্য হলেও সত্যি, ওই জয়ের চার স্পিনারই খেলছেন এবার। তবে কুঁচকির টানের জন্য সাকিবের স্পিন সহায়তা পাচ্ছে না টাইগাররা।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট
বাংলাদেশ ২১৮ রানে এগিয়ে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর