শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা

বাজেট পেশ ৩ জুন, অধিবেশন হবে সংক্ষিপ্ত

নিজস্ব প্রতিবেদক

চলমান করোনা মহামারীর মধ্যে এবারও বসছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। আগামী ২ জুন বিকাল ৫টায় শুরু হবে অধিবেশন। ৩ জুন সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য নতুন বাজেট পেশ করা হবে। বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংসদের আইন শাখার তথ্য অনুযায়ী, বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। তবে করোনাভাইরাস বিস্তার রোধে এবারও বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। গত বছর মাত্র নয় কার্যদিবসের বাজেট অধিবেশন ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন। এবারও ‘সম্পূরক বাজেট’ ও ‘প্রস্তাবিত বাজেটের’ ওপর আলোচনা হবে সংক্ষিপ্ত। তারপরও এবার অধিবেশন চলতে পারে ১৩-১৪ কার্যদিবস। আগামী ৩০ জুন পাস হতে পারে ২১-২২ অর্থ বছরের বাজেট। এবারও আগের মতো কঠোর স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন পরিচালনা করা হবে। করোনা  নেগেটিভ সনদ নিয়ে অধিবেশনে যোগ দিতে হবে সবাইকে। টিকা গ্রহণকারীদের করোনায় আক্রান্ত হওয়া ও মৃত্যুর রেকর্ড থাকায় টিকা নেওয়া থাকার পরও সংসদে দায়িত্ব পালনকারীদের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। তবে এবারও সংসদে প্রবেশাধিকার থাকবে না গণমাধ্যমকর্মীদের। শুধু বাজেট পেশের দিন বাজেটের কাগজপত্র নিতে সংসদ এলাকায় ঢুকতে পারবেন সাংবাদিকরা। গত বছর সংসদের মিডিয়া সেন্টার থেকে বাজেটের দলিল বিতরণ করা হয়েছিল। এবার সেখানে কভিড-১৯ এর টিকাকেন্দ্র স্থাপন করায় সংসদের টানেলের ভিতর থেকে কাগজপত্র বিতরণ করার পরিকল্পনা করেছে সংসদ সচিবালয়।

সর্বশেষ খবর