বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১ ০০:০০ টা

সংসদ সচিবালয়ের কোয়ার্টারে লাশ উদ্ধারে স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ সচিবালয়ের কোয়ার্টারে নারীর লাশ উদ্ধারের ঘটনায় তার স্বামী মো. মিল্লাত মামুনকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব বলছে, প্রতারণার মাধ্যমে ধর্মান্তরিত করে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহান (২৭) নামে ওই নারীকে বিয়ে করেছিলেন কথিত পুলিশ কর্মকর্তা মামুন।

মঙ্গলবার রাতে গণমাধ্যমকে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। 

গতকাল র‌্যাব-২ সূত্র জানায়, গ্রেফতারের         পর মিল্লাত মামুন র‌্যাবের কাছে স্বীকার করেছেন, নিবেদিতা রোয়াজার কাছে নিজেকে বিসিএস ক্যাডার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে তাকে ধর্মান্তরিত করে বিয়ে করে সংসদ সচিবালয় কোয়ার্টারে ভাড়া থাকা শুরু করেন। সবকিছু জানতে পেরে এবং মিল্লাতের নির্যাতন সহ্য না করতে পেরে আত্মহত্যা করেন নিবেদিতা। এর আগে ১২ জুন শেরেবাংলা নগর থানা এলাকার জাতীয় সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহান নামের ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন নিবেদিতার বাবা রত্ন কান্তি রোয়াজা শেরেবাংলা নগর থানায় মিল্লাত মামুনকে আসামি করে আত্মহত্যার প্ররোচণার মামলা করেন। মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরে খাজা সুপার মার্কেটের শাহ ফতেহ্ আলী পরিবহনের টিকিট কাউন্টার থেকে মিল্লাত মামুনকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। পরে মামুনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর