বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

নিম্নমানের বিটুমিন আমদানি নিয়ে সংসদে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

দেশে নিম্নমানের বিটুমিন আমদানি করা নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। ভুয়া সনদ নিয়ে নিম্নমানের বিটুমিন আমদানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। গতকাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য অর্থ বিল পাসের আগে এর ওপর সংশোধন ও জনমত যাচাই-বাছাইয়ের ওপর আলোচনায় অংশ নিয়ে হারুনুর রশিদ এ ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিবেশনে উপস্থিত ছিলেন।

হারুনুর রশিদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, রাস্তায় বিটুমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গত এক মাস ধরে পত্রপত্রিকায় এ নিয়ে নিউজ হচ্ছে। ভুয়া সনদ নিয়ে দেশে নিম্নমানের বিটুমিন আমদানি করা হচ্ছে। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি- এ বিষয়টি দেখা হোক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর