মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা
৫৯ লাখ ডোজ আসছে এ মাসেই

সিনোফার্মের টিকা চলছে, আজ মডার্নার শুরু

নিজস্ব প্রতিবেদক

আগামী ১০ দিনের মধ্যে আসছে অক্সফোর্ডের ২৯ লাখ টিকা। আর এ মাসের শেষে মডার্নার ৩০ লাখ ডোজ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। এদিকে আজ থেকে রাজধানীর ৪১ কেন্দ্রে মডার্নার টিকাদান শুরু হতে পারে। প্রবাসীরা অগ্রাধিকার পেলেও এসব কেন্দ্রে টিকা পাবেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। একই সঙ্গে চারটি মেডিকেল কলেজসহ সাত কেন্দ্রে প্রয়োগ করা হবে ফাইজারের টিকা।  দেশের জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকাদান শুরু হয়েছে। এ ছাড়া সব সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় কোভ্যাক্স থেকে পাওয়া মডার্নার টিকাদান আজ শুরু হতে পারে। স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘গত শনিবার রাতেই দেশের সিটি করপোরেশনের ভিতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। আশা করছি মঙ্গলবার থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারব। সিনোফার্মের টিকা দেশের সব জেলা এবং উপজেলার মানুষ নিতে পারবেন। ফাইজারের যে ১ লাখ ডোজ টিকা পেয়েছিলাম, সেগুলো দিয়ে আমরা চারটি মেডিকেল কলেজ এবং তিনটি বিশেষায়িত হাসপাতালসহ ঢাকার মোট সাতটি কেন্দ্রে কার্যক্রম শুরু করেছি। এ সাতটি হাসপাতালে এখন ফাইজারের টিকার কার্যক্রম চলবে। এ কার্যক্রম শেষ হয়ে গেলে তারপর এসব কেন্দ্রে মডার্নার টিকা কার্যক্রম চালু হবে। তবে ঢাকার সাতটি হাসপাতাল বাদে বাকি ৪১টি কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া হবে।’ গতকাল সারা দেশের জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে। গতকাল সারা দেশে সিনোফার্মের টিকা নিয়েছেন ৬২ হাজার ১১৩ জন। রাজধানীর সাতটি কেন্দ্রে সৌদি ও কুয়েত প্রবাসীদের মধ্যে গতকাল ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন ৭ হাজার ৫১০ জন। এ ছাড়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দিয়েছেন ৩৫০ জন। গতকাল পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৯৩ লাখ ৪৩ হাজার ৩৮৪ জন। 

সর্বশেষ খবর