শুক্রবার, ৩০ জুলাই, ২০২১ ০০:০০ টা

অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

সকালে জিম্বাবুয়ে জয় করে ঢাকায় ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। ১৩ হাজার কিলোমিটার দূর থেকে দীর্ঘ ভ্রমণ শেষে বিকাল সোয়া ৪টায় চাটার্ড বিমান কোয়ান্টাসে ঢাকায় পা রাখে অস্ট্রেলিয়া। অসি ক্রিকেট দল সর্বশেষ বাংলাদেশ সফল করেছিল ২০১৭ সালে। সেবার এসেছিল টেস্ট সিরিজ খেলতে। ওয়ানডে খেলেছিল ২০১১ সালে। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ খেলেছিল ঢাকায়। ৪ বছর পর খেলতে আসল দলটি। স্মরণকালের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রথমবারের মতো বাইলেটারাল টি-২০ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন ঢাকায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন করে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উঠে যায়। সেখানে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে ৩২ সদস্যের দলটি। এরপর বিশেষ ব্যবস্থায় অনুশীলন করবে। পাঁচ ম্যাচ সিরিজের ম্যাচগুলো যথাক্রমে           ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। সবগুলো খেলা দিবা-রাত্রির। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দলই এখন ‘টিম হোটেল’ ইন্টারকন্টিনেন্টালে তিন দিনের কোয়ারেন্টাইনে রয়েছে।  

করোনাকালীন মহমারীতে বাংলাদেশের মাটিতে এটা তৃতীয় সিরিজ। জানুয়ারি-ফেব্রুয়ারিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে আতিথেয়তা দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। এপ্রিলে অতিথি ছিল শ্রীলঙ্কা। দুটি সিরিজই ছিল জৈব বলয়ে। কিন্তু এবারের সিরিজটির জন্য বিশেষ জৈব বলয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সিরিজটি নিয়ে ভীষণ চিন্তিত ছিল বিসিবি। ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্তগুলো মেনে নিয়ে আয়োজন করছে সিরিজ। সবচেয়ে কঠোর সুরক্ষা  জৈব বলয়ের অংশ হিসেবে বিমানবন্দরের টারমার্ক থেকেই বাসে করে টিম হোটেলে চলে যায় অস্ট্রেলিয়া। চোট ও ব্যক্তিগত কারণে সফরে আসেননি স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসনের মতো তারকা ক্রিকেটাররা। ইনজুরির জন্য শেষ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে গেছেন নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সকালে মাহমুুদুল্লাহরা পা রেখেই টিম হোটেলে উঠে যান। সেখানে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর অনুশীলন করবেন। টাইগারদের পক্ষে সিরিজে খেলছে না মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন দাস। 

সর্বশেষ খবর