শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

এবার যুক্তরাষ্ট্র হবে টিকার ভাণ্ডার

প্রতিদিন ডেস্ক

এবার যুক্তরাষ্ট্র হবে টিকার ভাণ্ডার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা ছিলাম গণতন্ত্রের অস্ত্রাগার, এবার যুক্তরাষ্ট্র হবে টিকার ভান্ডার। গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পর কভিড-১৯ ভার্চুয়াল সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী বছর থেকে উন্নয়নশীল দেশগুলোকে ৫০ কোটি ডোজ ফাইজারের টিকা দেবে ওয়াশিংটন। এ সময় কভিড-১৯ টিকার ১ বিলিয়ন ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন তিনি। বাইডেন বলেন, আমরা ইতিমধ্যে ১৬ কোটি ডোজ টিকা ১০০টি দেশে পাঠিয়েছি। আমাদের লক্ষ্যমাত্রার বাকি টিকা মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে পাঠানো হবে। বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে ১১ বিলিয়ন ডোজ টিকার প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বছরের শেষের দিকে প্রতিটি দেশের অন্তত ৪০ শতাংশ মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। তবে ভ্যাকসিন সংকট বৃদ্ধি পাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর