ঢাকার আশুলিয়ার নয়ারহাট বাজার ও রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের হোতা সোহরাব হাওলাদারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোহরাব হাওলাদারের নেতৃত্বে ৫০ ডাকাত ঢাকা ও আশপাশের নয় জেলায় অর্থাৎ টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও বরিশালে সোনার দোকানে ডাকাতি করে আসছিলেন। গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি (ঢাকা মেট্রো.) মো. ইমাম হোসেন। এ সময় বিশেষ পুলিশ সুপার কামরুজ্জামান ও অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান উপস্থিত ছিলেন। এর আগে বুধবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সোহরাব, ডাকাতিতে ব্যবহৃত স্পিডবোটের চালক শাহীন, ডাকাত চক্রের সদস্য দানেশ ফকির ও সুমনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় স্পিডবোটটি। এ নিয়ে নয়ারহাটে ১৯টি সোনার দোকান ও রাপা প্লাজায় একটি সোনার দোকানে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করা হলো। অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, নয়ারহাট বাজারের ডাকাতির মামলার তদন্তের সূত্র ধরে রাপা প্লাজার ডাকাতির রহস্যের জট খুলেছে। ডাকাত চক্রের হোতা সোহরাব হাওলাদার নয়ারহাট বাজার ও রাপা প্লাজায় ডাকাতিতে সরাসরি নিজে নেতৃত্ব দেন বলে সিআইডির কাছে স্বীকার করেছেন। এর আগে লুট করা সোনা গলিয়ে পাত হিসেবে বিক্রি করার অভিযোগে পুরান ঢাকার তাঁতীবাজারের ব্যবসায়ী আবদুর রহিম, সবুজ রায় ও সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। সোনা ব্যবসায়ী সবুজ রায়ের পুরান ঢাকার ইসলামপুরের বাসা থেকে ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১২ ভরি সোনা ও সোনা ব্যবসায়ী আবদুর রহিমের নয়াবাজারের বাসা থেকে ডাকাতি করা ২৪ ভরি সোনা জব্দ করা হয়। এ ছাড়া ডাকাত চক্রের সদস্য শাহানার বাসা থেকে ডাকাতির সোনা বিক্রির ২ লাখ ৪৪ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়। সিআইডি জানিয়েছে, ৫ সেপ্টেম্বর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বাজারে ১৯টি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি ডাকাতির মামলা হয়। ৭ ফেব্রুয়ারি রাতে রাপা প্লাজার রাজলক্ষী জুয়েলার্সে হানা দিয়ে প্রায় ২০০ ভরি সোনার অলঙ্কার লুট করে ডাকাতরা।
শিরোনাম
- গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
- টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
- ১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক
- এআই এজেন্ট: শুধু নির্দেশ নয়, নিজেরাই নিচ্ছে সিদ্ধান্ত
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
নয় জেলায় ৫০ সোনার ডাকাত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর