ঢাকার আশুলিয়ার নয়ারহাট বাজার ও রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের হোতা সোহরাব হাওলাদারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোহরাব হাওলাদারের নেতৃত্বে ৫০ ডাকাত ঢাকা ও আশপাশের নয় জেলায় অর্থাৎ টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও বরিশালে সোনার দোকানে ডাকাতি করে আসছিলেন। গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি (ঢাকা মেট্রো.) মো. ইমাম হোসেন। এ সময় বিশেষ পুলিশ সুপার কামরুজ্জামান ও অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান উপস্থিত ছিলেন। এর আগে বুধবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সোহরাব, ডাকাতিতে ব্যবহৃত স্পিডবোটের চালক শাহীন, ডাকাত চক্রের সদস্য দানেশ ফকির ও সুমনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় স্পিডবোটটি। এ নিয়ে নয়ারহাটে ১৯টি সোনার দোকান ও রাপা প্লাজায় একটি সোনার দোকানে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করা হলো। অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, নয়ারহাট বাজারের ডাকাতির মামলার তদন্তের সূত্র ধরে রাপা প্লাজার ডাকাতির রহস্যের জট খুলেছে। ডাকাত চক্রের হোতা সোহরাব হাওলাদার নয়ারহাট বাজার ও রাপা প্লাজায় ডাকাতিতে সরাসরি নিজে নেতৃত্ব দেন বলে সিআইডির কাছে স্বীকার করেছেন। এর আগে লুট করা সোনা গলিয়ে পাত হিসেবে বিক্রি করার অভিযোগে পুরান ঢাকার তাঁতীবাজারের ব্যবসায়ী আবদুর রহিম, সবুজ রায় ও সুমন মিয়াকে গ্রেফতার করা হয়। সোনা ব্যবসায়ী সবুজ রায়ের পুরান ঢাকার ইসলামপুরের বাসা থেকে ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১২ ভরি সোনা ও সোনা ব্যবসায়ী আবদুর রহিমের নয়াবাজারের বাসা থেকে ডাকাতি করা ২৪ ভরি সোনা জব্দ করা হয়। এ ছাড়া ডাকাত চক্রের সদস্য শাহানার বাসা থেকে ডাকাতির সোনা বিক্রির ২ লাখ ৪৪ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়। সিআইডি জানিয়েছে, ৫ সেপ্টেম্বর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বাজারে ১৯টি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি ডাকাতির মামলা হয়। ৭ ফেব্রুয়ারি রাতে রাপা প্লাজার রাজলক্ষী জুয়েলার্সে হানা দিয়ে প্রায় ২০০ ভরি সোনার অলঙ্কার লুট করে ডাকাতরা।
শিরোনাম
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
নয় জেলায় ৫০ সোনার ডাকাত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
এমবাপ্পের জোড়া গোলে ইউক্রেনকে উড়িয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ফ্রান্স
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে