শিরোনাম
মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা সদস্যসহ গ্রেফতার ১২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা গেরিলা সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) পাঁচ সদস্যসহ ১২ জন রোহিঙ্গা ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার হয়েছে। এপিবিএন ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচজন ও মধুরছড়া ক্যাম্প থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় তৈরি বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন এক  বিজ্ঞপ্তিতে জানান, ভোর রাতে উখিয়ার বালুখালী পানবাজার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১৬ ব্লকে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালায় এপিবিএন সদস্যরা। এ সময় দেশীয় অস্ত্রসহ কথিত আরসার পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬টি দা, ২টি ছোরা ও লোহার রড ইত্যাদি উদ্ধার করা হয়। এ সময় আরও ৬-৭ জন পালিয়ে  যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো, ৯ নম্বর ক্যাম্পের সি/১৫ ব্লকের মুক্তার আহাম্মদের পুত্র ওমর ফারুক (১৯), একই ক্যাম্পের মৃত আবদুস সালামের পুত্র মুক্তার আহাম্মদ (৫০), সি/১৩ ব্লকের নুর আলমের পুত্র মোহাম্মদ সলিম (৩৮), ১১ নম্বর ক্যাম্পের এ/১ ব্লকের লিয়াকত আলীর পুত্র মো. আরাফাত (২৫) ও ই/১২ ব্লকের সৈয়দ হোসেনের পুত্র মনসুর আলম (২৫)। ওমর ফারুক, মুক্তার আহাম্মদ, মোহাম্মদ সলিম কথিত আরসার অন্যতম নেতা ডা. ওয়াক্কাস ওরফে নুর কলিমের ঘনিষ্ঠ সহচর। আরাফাত কথিত আরসার তালিকাভুক্ত সন্ত্রাসী ও অপর গ্রেফতারকৃত মনসুর আলম চিহ্নিত মাদক কারবারি এবং আরসার সদস্য। অন্যদিকে ১৪ এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ভোর রাতে উখিয়ার মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/৯ ব্লকের পানির ট্যাংকির পূর্বপাশে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো ৩ নম্বর ক্যাম্পের ডি/২২ ব্লকের মৃত নূর হোসেনের পুত্র ইউনুছ (৪০), ১৭ নম্বর ক্যাম্পের এইচ/১০২ ব্লকের মো. হোসেনের পুত্র মো. তাহের (২৭), ৫ নম্বর ক্যাম্পের জি/৫২ ব্লকের মৃত আমির হোসেনের পুত্র কানফুডুক (২৮), ১ নম্বর ইস্ট ক্যাম্পের ডি/৫ ব্লকের নুর কবিরের পুত্র মো. রফিক (৩০), ৬ নম্বর ক্যাম্পের বি-১০ ব্লকের মৃত ফজলুল করিমের পুত্র আমির হোসাইন (৫৪), ৭ নম্বর ক্যাম্পের ডি/৩ ব্লকের মৃত সুলতান আহমদের পুত্র মো. জাফর আলম (৩২)। এ ছাড়াও এ সময় পুলিশ অ্যাসল্ট মামলার আসামি আবদুস শুকুরকে আটক করা হয়।

সর্বশেষ খবর