শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

খালেদার শারীরিক অবস্থা অপরিবর্তিত উন্নতি হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। আগের দিনের মতো একইরকম রয়েছে তাঁর শারীরিক অবস্থা। যখনই প্রেশার বেড়ে যায়, তখনই রক্তক্ষরণের সম্ভাবনা দেখা দেয়। আর তখনই ইনজেকশন আর ওষুধপত্র দিয়ে পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ বন্ধ রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা।

তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘অনিশ্চিত’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভালো-মন্দ কিছুই বলা যাচ্ছে না। কখন কী হয় সেটাও বলা যাচ্ছে না। কারণ হঠাৎ করে তাঁর পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ শুরু হয়, আবার ওষুধপত্র (ইনজেকশন) দিলে একটু কমে যায়। এভাবেই চলছে তাঁর চিকিৎসা। মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিনই বৈঠক করে সিদ্ধান্ত দিয়ে তাঁর চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে তিনি প্রতিদিনই শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়ছেন। তারা খালেদা জিয়ার পরিবারের সদস্য এবং এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার যতদ্রুত সম্ভব তাঁকে বিশ্বের যে কোনো একটি ‘অ্যাডভান্স হেলথ সেন্টারে’ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন। কারণ মেডিকেল বোর্ডের চিকিৎসকদের মতে, বাংলাদেশে এর বাইরে আর কোনো চিকিৎসা ও প্রযুক্তি নেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য। দেশে বিদ্যমান সর্বোচ্চ চিকিৎসাটাই প্রয়োগ করে যাচ্ছেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর