বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ফখরুলকে সিইসি করলেও ভোট সুষ্ঠু হবে না

নিজস্ব প্রতিবেদক

ফখরুলকে সিইসি করলেও ভোট সুষ্ঠু হবে না

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে কথা বলার দরকার নেই। আমাদের কথা হবে সরকার নিয়ে। এখানে নির্বাচন কমিশন কোনো ‘ফ্যাক্টর’ নয়। মূলত ৭০-৮০ জন সরকারি কর্মকর্তা নির্বাচন পরিচালনা করেন। আমাদের কটাক্ষ করে বলা হয়, ‘মির্জা ফখরুলকে নির্বাচন কমিশন বানানো হবে’। এই সরকার ক্ষমতায় থাকতে মির্জা ফখরুল, গয়েশ্বরদের প্রধান (সিইসি) করলেও ভোট সুষ্ঠু হবে না।

বেগম খালেদা জিয়াসহ নেতাদের সুস্থতা কামনায় গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দল আয়োজিত মিলাদ মাহফিল-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন কৃষক দলের সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু। সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মোশারফ হোসেন এমপি, বিএনপি নেতা কাজী রওনাকুল ইসলাম টিপু, কৃষক দলের ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, অ্যাডভোকেট নাসির হায়দার, এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

গয়েশ্বর বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিদেশিরা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আসলে বিদেশিরা ষড়যন্ত্র করছে না। সরকারের নেতা-কর্মীদের অপকর্ম সব ফাঁস হচ্ছে। নিজেদের অপকর্ম আড়াল করতে তারা বিদেশিদের পদক্ষেপকে ষড়যন্ত্র বলছে।

সর্বশেষ খবর