বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শিক্ষার্থীদের সব সমস্যা সমাধান করা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমস্যাগুলোর গ্রহণযোগ্য সমাধান করা হবে। সমস্যাগুলো সমাধান করতে একদম সময় নেব না। শিক্ষার্থীদের জন্য যা ভালো হবে এবং তাদের গ্রহণযোগ্য বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। ছাত্রছাত্রীরা শিক্ষকদের কথা মেনে অনশন শেষ করেছে এজন্য তাদের ধন্যবাদ জানাই।’ গত সন্ধ্যায় হেয়ার রোডের বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দীপু মনি বলেন, ‘ওরা (শিক্ষার্থী) বেশ কিছুদিন আন্দোলন করেছে, অনশন করেছে। এখন হয়তো মানসিকভাবে প্রস্তুত নয়। তারা একটু গুছিয়ে উঠুক। যদি শিক্ষার্থীরা আলোচনায় বসতে চায় আমি সিলেট যেতে পারি। আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান সম্ভব।’ ছাত্রছাত্রীদের অনশনের ব্যাপারে বলেন, ‘ছাত্রছাত্রীরা অনশনে থাকায় অভিভাবকরা উৎকণ্ঠায় ছিলেন, আমরাও শঙ্কিত ছিলাম। তারা অনশন ভেঙেছে, এজন্য তাদের সাধুবাদ জানাচ্ছি। শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার সবাই এক পক্ষ। এখানে কোনো দুই পক্ষ নেই।’ আন্দোলনে অর্থায়নের অভিযোগে গ্রেফতার পাঁচ শিক্ষার্থীকে জেলে পাঠানো হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা যাতে হয়রানির শিকার না হন সে বিষয়টা আমরা দেখব।’

শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে তিনি বলেন, ‘ছাত্রছাত্রীদের অনেক অভাব, অভিযোগ, অসন্তোষের এটি বহিঃপ্রকাশ মাত্র। আমরা মূল সমস্যা দেখতে চাই। আমরা সবাই মিলে সমস্যার সমাধান করব। তাদের দাবির প্রতি সব সময় সহমর্মী ছিলাম। তাদের সমস্যা দেখা আমাদের দায়িত্ব। এ সমস্যা শুধু শাহজালালে নয়, অনেক বিশ্ববিদ্যালয়ে আছে। আমরা সব বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান করতে চাই।’ উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘উপাচার্যকে দায়িত্ব দেন রাষ্ট্রপতি। এটি একটি প্রক্রিয়ার ব্যাপার।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর