শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা

টিকিয়ে রাখতে হবে গরিবের ক্রয়ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক

টিকিয়ে রাখতে হবে গরিবের ক্রয়ক্ষমতা

দেবপ্রিয় ভট্টাচার্য

বিশিষ্ট অর্থনীতিবিদ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফরমের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, পিছিয়ে পড়া গরিব মানুষের ক্রয়ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। বাজারে নিত্যপণ্যের দাম এত বেড়ে গেছে যে, পিছিয়ে পড়াদের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। সে জন্য তাঁদের ক্রয়ক্ষমতা যেমন বাড়াতে হবে, তেমনি আয়ও বাড়াতে হবে।

গতকাল প্রান্তিক জনগোষ্ঠীর ওপর কভিডের প্রভাব নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) শীর্ষক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেবপ্রিয় ভট্টাচার্য। সভাটি রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে মহামারি কী প্রভাব ফেলবে?’ শীর্ষক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফরমের কোর গ্রুপ সদস্য ও বাংলাদেশ হেলথ ওয়াচের সমন্বয়ক আহমদ মোশতাক রাজা চৌধুরী। তিনি বলেন, কভিডকে বড় সুযোগ হিসেবে দেখতে হবে। এই সুযোগে স্বাস্থ্য ও শিক্ষা খাতের সংস্কার করা উচিত। তবে সে জন্য পথনকশা তৈরি করা দরকার। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমানে মূল্যস্ফীতি বড় ইস্যু হয়ে উঠেছে। সামনে নির্বাচন, তাই মূল্যস্ফীতির ইস্যু রাজনৈতিক নেতৃত্বের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। পিছিয়ে পড়া মানুষের আয় বৃদ্ধির পাশাপাশি ক্রয়ক্ষমতা ধরে রাখতে নয়টি পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, নাগরিক প্ল্যাটফরমের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা ইউসুফ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।

সর্বশেষ খবর