শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

চালের দাম আর বাড়বে না

নিজস্ব প্রতিবেদক

চালের দাম আর বাড়বে না

চালের দাম আর বাড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল খাদ্য ভবনে দেশের আট বিভাগের আট জেলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মাৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. মজিবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন ও পরিচালক (সংগ্রহ) মো. রায়হানুল কবীর বক্তব্য দেন। খাদ্যমন্ত্রী জানান, অভ্যন্তরীণ উৎস থেকে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু করেছে সরকার। আজ প্রতি কেজি ধান ২৭ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা শুরু হয়েছে। ৭ মে শুরু হবে চাল সংগ্রহ। এ সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এ বছর সাড়ে ১১ লাখ টন চাল ও সাড়ে ৬ লাখ টন ধান সংগ্রহ করা হবে। লাইসেন্স ছাড়া কেউ ধান কিনে অবৈধ মজুদ করতে পারবে না। কে কতটুকু ধান কিনছেন, কোন মিল মালিকের কাছে বিক্রি করছেন তা খাদ্য বিভাগকে জানাতে হবে। খাদ্য কর্মকর্তাদের এসব তথ্য নিয়মিত অধিদফতরে পাঠাতে হবে। কেউ অবৈধভাবে মজুদ করছেন কি না তা কঠোর নজরদারিতে থাকবে। ৭-১৬ মের মধ্যে খাদ্য অধিদফতরের সঙ্গে মিল মালিকদের চুক্তিবদ্ধ হতে হবে উল্লেখ করে তিনি বলেন, কোনোক্রমেই চুক্তিবদ্ধ হওয়ার সময় বাড়ানো হবে না। সংগ্রহ অভিযান সফল করতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। সংগ্রহ মৌসুমের শেষের দিকে তাড়াহুড়া না করে পরিকল্পনা মোতাবেক সংগ্রহ কার্যক্রম সফল করতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর