রবিবার, ৮ মে, ২০২২ ০০:০০ টা

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপক্ষের পদত্যাগের সিদ্ধান্ত

প্রতিদিন ডেস্ক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপক্ষের পদত্যাগের সিদ্ধান্ত

শ্রীলঙ্কায় চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করতে রাজি হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। গতকাল মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সূত্র : এএনআই।

খবরে বলা হয়, প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপক্ষকে সরে যেতে অনুরোধ করেন। তাঁর অনুরোধে ইতিবাচক সাড়া দেন মাহিন্দা রাজাপক্ষে। তাঁর পদত্যাগের ফলে মন্ত্রিসভাও ভেঙে যাবে। কয়েকটি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে আগামীকাল সোমবার একটি বিশেষ বিবৃতিতে তাঁর পদত্যাগের ঘোষণা দেবেন। তাঁর ওই ঘোষণার পরের সপ্তাহে মন্ত্রিসভার রদবদল করা হবে। এদিকে শ্রীলঙ্কাজুড়ে চলমান বিক্ষোভ দমাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাঁচ সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর