বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দাম বাড়ায় এখনো কেউ মারা যায়নি, আশা করি মরবেও না : মান্নান

সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কিছু মানুষ আছে, আমাদের পছন্দ করে না। তারা বলছে, জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষ মরে যাবে। তবে আমরা অস্বীকার করব না। জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে এটা সত্য। কিন্তু জিনিসপত্রের দাম বাড়ার ফলে এখনো কেউ মারা যায়নি, আশা করি মরবেও না। গতকাল দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেডের উপকারভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা। অনুষ্ঠানে ৮০ উপকারভোগীকে ৫০ হাজার টাকা করে ৪০ লাখ টাকা ঋণ দেওয়া হয়। মন্ত্রী আরও বলেন, বন্যার সময় বিএনপির ঢাকায় বসে ত্রাণ বিতরণ করেছে। আর আওয়ামী লীগ বানভাসি মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে। বিএনপির নেতারা ঢাকা বসে বড় বড় কথা বললেও জনগণের জন্য কোনো কাজ করেন না। তারা আওয়ামী লীগের বিদায়ঘণ্টা বাজাতে চান, কিন্তু  আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে। সেটা উপড়ে ফেলা সম্ভব নয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমবায় কর্মকর্তা মৃণাল কান্তি বিশ্বাস, জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ।

 

সর্বশেষ খবর