শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ডলারের কারণে তেলে সুফল মিলছে না

নিজস্ব প্রতিবেদক

ডলারের কারণে তেলে সুফল মিলছে না

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশে ডলারের উচ্চ রেটের কারণে এর সুফল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে। কিন্তু আমাদের দেশে ডলারের দামটা বেড়ে গেছে। তাই যে সুফলটা পাওয়ার কথা তা পাওয়া যাচ্ছে না। গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ভোজ্য তেলের দাম সমন্বয়ের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ট্যারিফ কমিশন পুরো বিষয়টি পর্যালোচনা করবে। ব্যবসায়ীরা একটা দাবি দিয়েছে, তা ন্যায্য কিনা এক সপ্তাহের মধ্যে ট্যারিফ কমিশন বসে ঠিক করবে। ভোজ্য তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়ে গত সপ্তাহে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি পাঠায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড ভেজিটেবল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ)। ওই প্রস্তাবের পর ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো একটি পর্যালোচনা প্রতিবেদনে বলেছে, ডলারের উচ্চরেট এবং জ্বালানির দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বাড়ায় আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য যে হারে হ্রাস পেয়েছে, স্থানীয় বাজারে সে হারে মূল্য হ্রাস পাবে না।  জ্বালানির মূল্য নিয়ে টিপু মুনশি বলেন, আশপাশের দেশের সঙ্গে সমন্বয় করেই জ্বালানি তেলের দাম ঠিক করা হয়েছে। এখনো ডিজেলে প্রতি লিটারে ৮ টাকা করে লোকসান হচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর