বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

রাজপথে নাশকতা হলে প্রতিহত করা হবে : তথ্যমন্ত্রী

নাটোর ও নওগাঁ প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, রাজপথে নাশকতা করা হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে। বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি ২০১৩ থেকে ২০১৫ সালে সাধারণ মানুষের ওপর হামলা করেছিল, পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল। তারা রাজনীতির নামে আবার যদি ভাঙচুর, বিশৃঙ্খলা, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে, তাহলে জনগণের নিরাপত্তা বিধানে ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা প্রতিহত করবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ড. হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল এক প্রশ্নের জবাবে নিশ্চুপ থেকে বিএনপি-জামায়াতের ঐক্যকে অবিচ্ছেদ্য বলে শিকার করে নিয়েছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন প্রমুখ। নওগাঁ প্রতিনিধি জানান, বিএনপি ব্যাঙের মতো লাফাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। জাতীয় শোক দিবস স্মরণে গতকাল নওগাঁর নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ ধ্বংস করে দেবে। নওগাঁ জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল প্রমুখ।

সর্বশেষ খবর