শিরোনাম
বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আয়ারল্যান্ড-উইন্ডিজের জয়ে জমল নাটক

মেজবাহ্-উল-হক

টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে নাটক জমে উঠেছে। দুই ম্যাচ শেষে চার দলেরই পয়েন্ট সমান দুই করে। গতকাল সকালের ম্যাচে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড, আর বিকালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩১ রানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ম্যাচে পরাজিত দুই দলই জয় পেয়েছে গতকাল। আর প্রথম ম্যাচের জয়ী দুই দল হেরে যাওয়ায় তৈরি হয়েছে অন্যরকম রোমাঞ্চ! এখন শেষ ম্যাচে নির্ধারিত হবে ভাগ্য। ‘বি’ গ্রুপের শেষ দুই ম্যাচ যেন এখন দুই ‘ফাইনাল’। জিতলে ‘সুপার টুয়েলভ’, আর হারলে বিদায়। নিজেদের প্রথম ম্যাচে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজকে উড়িয়ে দিয়ে চমক দেখিয়েছিল স্কটিশরা। চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকেই। গতকাল আইরিশদের হারাতে পারলেই তাদের নিশ্চিত হয়ে যেত সুপার টুয়েলভ। কিন্তু পারেনি স্কটল্যান্ড। উল্টো তাদের হারিয়ে দিয়ে আশা বাঁচিয়ে রাখল আয়ারল্যান্ড।  তবে এখনো স্কটিশদের সামনে সুযোগ আছে। হারলেও নেট রানরেটে এখনো তারাই গ্রুপের শীর্ষে। গতকাল নয়নাভিরাম হোবার্টে আয়ল্যান্ডের বিরুদ্ধে স্কটল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটা দারুণ হয়েছিল। আর শুরু রেশটা শেষ পর্যন্ত ছিল বলেই স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৭৬ রান তোলে স্কটল্যান্ড। ৫৫ বলে ৮৬ রানের সাইক্লোন ইনিংস খেলেন মাইকেল জোনস। তার ইনিংসে ছয়টি বাউন্ডারির সঙ্গে চারটি বিশাল ছক্কার মার। যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ আতঙ্কে ছিলেন আইরিশ বোলাররা। অবশ্য হোবার্টের যে উইকেটে খেলা হয়েছে সেখানে বোলারদের বেশি কিছু করারও নেই। স্কটিশদের ব্যাটিং দেখার পর বিষয়টি বুঝেছিল আইরিশ ব্যাটসম্যানরা। আর সে কারণেই কিনা ১৭৭ রানের জয়ের লক্ষ্যে তারা পৌঁছেছিল এক ওভার হাতে রেখেই। কী দারুণ দাপুটে এক জয়। অথচ শুরুটা ভালো হয়নি তাদের। পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে করে ৩৭ রান। এরপর দলীয় ৬৪ রানে একে একে সেরা চার ব্যাটসম্যান সাজঘরে।  এমন পরিস্থিতির পরও মনোবল হারায়নি আইরিশরা। কারণ, এটাই ছিল তাদের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। শেষ পর্যন্ত লড়াই করা ছাড়া উপায় নেই। তবে দ্রুতই পাল্টে যায় ম্যাচের চিত্র। পঞ্চম উইকেট জুটিতে কার্টিস ক্যাম্ফার ও জর্জ ডকরেল এমন গতিতে রান তোলেন যে সব সমীকরণ ওলট পালট হয়ে যায়। স্কটিশদের হাতের মুঠোয় থাকা ম্যাচটি চলে যায় আইরিশদের গ্রিপে। শেষ পর্যন্ত জিতেই যায়। মাত্র ৫৭ বলে ক্যাম্ফার-ডকরেল ১১৯ রানের বিস্ফোরক জুটি গড়ে খেলা শেষ করে দিয়ে বাইশগজ ছাড়েন। ক্যাম্ফার মাত্র ৩২ বলে খেলেন ৭২ রানের হার না মানা ইনিংস। আরেক ব্যাটসম্যান ২৭ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন।

তাসমান পাড়ে দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই জমিয়ে তুলতে পারেনি জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৩ রান করে উইন্ডিজ। ক্যারিশমাটিক বোলিং করেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। তবে বল হাতে দাপট দেখালেও ব্যাট হাতে জ্বলে ওঠার আগেই নিভে যায় রাজার ব্যাটের আগুন। ৮ বলে ১৪ রানে সাজঘরে ফেরেন। জিম্বাবুয়ের ভাগ্যও যেন তখনই কাটা পড়ে যায়। রাজা দ্রুত আউট হওয়ার পর ১২২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। প্রথম ম্যাচে রাজার ব্যাটিং ক্যারিশমাতেই জিতেছিল জিম্বাবুয়ে। তবে এই ম্যাচে হারলেও এখনো সুযোগ শেষ হয়ে যায়নি। এদিকে জিম্বাবুয়ের হারের দিনে আশা টিকে রইল দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের প্রতিপক্ষ স্কটল্যান্ড। দুই ম্যাচে বিজয়ী দল পেয়ে যাবে পরের রাউন্ডের টিকিট।

সর্বশেষ খবর