দল হিসেবে জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধ বিচারের জন্য আইনের সংশোধন শিগগির জাতীয় সংসদে তোলা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের আগে বেগম খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই। গতকাল রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। আনিসুল হক বলেন, ভিন্ন নামে জামায়াতের আবেদন ইসি কীভাবে নিষ্পত্তি করে, সরকার সেটি পর্যবেক্ষণ করবে। আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় খালেদা জিয়ার দন্ডাদেশ স্থগিত রেখে শর্তযুক্তভাবে তাকে যে মুক্তি দেওয়া হয়েছে, জাতীয় নির্বাচনের আগে সেটার পরিবর্তন আনার কোনো চিন্তাভাবনা সরকার করছে না। জামায়াতের নিবন্ধন নিয়ে আইনমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ বিচার করে দেখিয়েছে। এরই মধ্যে অনেক রায় কার্যকর হয়েছে। জামায়াতের বিচার করতে আইনের পরিবর্তন দরকার হবে, সেটা আমি অনেক আগেই বলেছি। এ আইন সংশোধনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই আইনটি সংসদে পাস করব। তারপর বিচারকাজ শুরু হবে। তিনি বলেন, এখন প্রশ্ন হচ্ছে অন্য নাম নিয়ে নিবন্ধন নিতে তারা (জামায়াত) নির্বাচন কমিশনে আবেদন করেছে। এটা একটা বিচারাধীন বিষয়। আমি দেখতে চাই নির্বাচন কমিশন এটা কীভাবে হ্যান্ডেল করে। তারপর এ বিষয়ে বক্তব্য দেব।
শিরোনাম
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি