রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

ক্রীড়া প্রতিবেদক

ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এ ম্যাচেও জাদু দেখালেন কিলিয়ান এমবাপ্পে। একাই ২ গোল করেছেন এই ফরাসি স্ট্রাইকার। ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে বিশ্বচ্যাম্পিয়নরা।

গতকাল ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় ২-এ উঠেছে অস্ট্রেলিয়া। এটি সকারুদের এক যুগ পর পাওয়া এক জয়। প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে এগিয়ে থেকেই বড় ব্যবধানে হেরেছিল তারা। তবে এ ম্যাচে শুরু থেকেই দারুণ সতর্ক ছিল। শেষ পর্যন্ত ফল তাদের পক্ষেই এসেছে। এই গ্রুপে ফ্রান্সের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলেও ২ নম্বর দল হিসেবে পরের নকআউটে যাওয়ার সুযোগ আছে বাকি তিন দলের সামনেই। অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া এখনো আশাবাদী। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফ্রিকা মহাদেশের দল তিউনিসিয়া মুখোমুখি হবে ফ্রান্সের, অস্ট্রেলিয়া খেলবে ডেনমার্কের বিরুদ্ধে। গতকাল হারলেও ফ্রান্সের বিরুদ্ধে দারুণ খেলেছে ডেনমার্ক। বল পজিশনে তারাই এগিয়ে ছিল শেষ পর্যন্ত। দুই দলের লড়াইটা প্রথমার্ধ ছিল গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। তবে বিশ্বচ্যাম্পিয়নরা ৬১ মিনিটে এগিয়ে গেলেও ৬৮ মিনিটেই খেলায় সমতা ফেরান ডেনমার্কের আন্দ্রেস। এরপর ৮৬ মিনিটে গোল করে ফ্রান্সকে দারুণ এক জয় এনে দেন এমবাপ্পে। গতকাল ইউরোপের দুই দলের লড়াইটা ছিল গতি আর শক্তি প্রদর্শনের। দুই দলই লম্বা পাসে অভ্যস্ত। তবে ফরাসিরা একটু বেশিই সুযোগ তৈরি করতে পেরেছিল। শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নরা জয় নিয়েই মাঠ ছাড়ে। গ্রুপের শেষের ম্যাচটি ফ্রান্সের জন্য আনুষ্ঠানিকতার হয়ে গেল। রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে নেওয়ার দারুণ একটি সুযোগ ফ্রান্সের সামনে। ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা কিন্তু চ্যাম্পিয়নের মতোই উঠে গেল।

সর্বশেষ খবর