বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তাদের (সরকারের) শর্ত দেওয়ার দিন শেষ, এখন শর্ত দেবে বিএনপি। ঢাকায় সমাবেশে নেতা-কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করবেন না। তিনি বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় অবস্থান ধর্মঘট হবে না, হবে সমাবেশ। এখানে জানিয়ে দেওয়া হবে এ সরকার কবে যাবে, কীভাবে যাবে। সরকার হয় মোকাবিলা করবে, না হয় পদত্যাগ করবে। সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে গতকাল দুপুরে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। গয়েশ্বর রায় বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে চাইনি। আমরা সমাবেশ করব নয়াপল্টনে। সরকার সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতিপত্র পাঠিয়ে দিয়েছে অফিসে। সঙ্গে দিয়েছে ২৬টা শর্ত। এটা একটি নাটক। বিএনপি অফিসে কোনো দিন কোনো অনুমতির কাগজ পাঠায়নি। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, জেলা বিএনপি (দক্ষিণ) আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন, জেলা বিএনপির (উত্তর) আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল প্রমুখ। কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন। এ উপলক্ষে সদর রোডসহ আশপাশ এলাকায় মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ।
শিরোনাম
- লিবিয়ায় নৌকাডুবিতে চার বাংলাদেশির মৃত্যু
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ