শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফোন

দূতাবাসকর্মীদের নিরাপত্তা চাইল যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকায় রাষ্ট্রদূতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পর বাংলাদেশে দূতাবাসকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ফোন করে এ নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান। এক বিবৃতিতে তাদের মধ্যে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস। তিনি  বলেন, ‘উপপররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্ক শক্তিশালীকরণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা করেছেন।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও ফোনালাপের তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্পর্কের নানাবিধ আলোচনার মধ্যে তারা কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন নিয়েও আলোচনা করেন। বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রদূতদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের পুনরাশ্বাস দেওয়া হয়। ফোনালাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোনো মন্তব্য করার আগে রাষ্ট্রদূতদের ইতিহাস জানার ওপর গুরুত্ব আরোপ করেন।

সর্বশেষ খবর