রাজধানীর প্রগতি সরণিতে বাসের ধাক্কায় ঝরে গেল নাদিয়া (২৪) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ। নাদিয়া নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। গতকাল দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নাদিয়ার বাবার নাম জাহাঙ্গীর। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই রাস্তা দিয়ে এক যুবকের মোটরসাইকেলে নর্দ্দার দিকে যাচ্ছিলেন নাদিয়া। যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ভিক্টর পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে ওই বাসের চাকায় পিষ্ট হন নাদিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা দেখে স্থানীয়রা ছুটে আসলে বাস রেখে পালিয়ে যায় চালক ও হেলপার। ভিক্টর পরিবহনের বাসটি জব্দ করে পুলিশ। নাদিয়ার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বলেন, দুপুরের দিকে নাদিয়া তার বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এ সময় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাদিয়া মারা যান। নাদিয়ার বন্ধু মোটরসাইকেল চালক মেহেদী হাসান অক্ষত আছেন। নাদিয়ার বাবা বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। এদিকে, প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যায় পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। এর আগে বিকাল সাড়ে ৪টা থেকে বিমানবন্দরের কাওলা ব্রিজের নিচে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, নাদিয়ার মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে তারা সড়ক অবরোধ করেন। আমাদের অনুরোধে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান। এরপর বিমানবন্দর সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার