রাজধানীর প্রগতি সরণিতে বাসের ধাক্কায় ঝরে গেল নাদিয়া (২৪) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ। নাদিয়া নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। গতকাল দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নাদিয়ার বাবার নাম জাহাঙ্গীর। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই রাস্তা দিয়ে এক যুবকের মোটরসাইকেলে নর্দ্দার দিকে যাচ্ছিলেন নাদিয়া। যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ভিক্টর পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে ওই বাসের চাকায় পিষ্ট হন নাদিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা দেখে স্থানীয়রা ছুটে আসলে বাস রেখে পালিয়ে যায় চালক ও হেলপার। ভিক্টর পরিবহনের বাসটি জব্দ করে পুলিশ। নাদিয়ার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বলেন, দুপুরের দিকে নাদিয়া তার বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এ সময় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাদিয়া মারা যান। নাদিয়ার বন্ধু মোটরসাইকেল চালক মেহেদী হাসান অক্ষত আছেন। নাদিয়ার বাবা বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। এদিকে, প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যায় পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। এর আগে বিকাল সাড়ে ৪টা থেকে বিমানবন্দরের কাওলা ব্রিজের নিচে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, নাদিয়ার মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে তারা সড়ক অবরোধ করেন। আমাদের অনুরোধে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান। এরপর বিমানবন্দর সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি
বেপরোয়া বাস, নাদিয়া ফিরলেন লাশ হয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর