রাজধানীর প্রগতি সরণিতে বাসের ধাক্কায় ঝরে গেল নাদিয়া (২৪) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ। নাদিয়া নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। গতকাল দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নাদিয়ার বাবার নাম জাহাঙ্গীর। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই রাস্তা দিয়ে এক যুবকের মোটরসাইকেলে নর্দ্দার দিকে যাচ্ছিলেন নাদিয়া। যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ভিক্টর পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে ওই বাসের চাকায় পিষ্ট হন নাদিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা দেখে স্থানীয়রা ছুটে আসলে বাস রেখে পালিয়ে যায় চালক ও হেলপার। ভিক্টর পরিবহনের বাসটি জব্দ করে পুলিশ। নাদিয়ার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বলেন, দুপুরের দিকে নাদিয়া তার বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এ সময় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাদিয়া মারা যান। নাদিয়ার বন্ধু মোটরসাইকেল চালক মেহেদী হাসান অক্ষত আছেন। নাদিয়ার বাবা বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। এদিকে, প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যায় পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। এর আগে বিকাল সাড়ে ৪টা থেকে বিমানবন্দরের কাওলা ব্রিজের নিচে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, নাদিয়ার মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে তারা সড়ক অবরোধ করেন। আমাদের অনুরোধে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান। এরপর বিমানবন্দর সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে।
শিরোনাম
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি
বেপরোয়া বাস, নাদিয়া ফিরলেন লাশ হয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর