রাজধানীর প্রগতি সরণিতে বাসের ধাক্কায় ঝরে গেল নাদিয়া (২৪) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ। নাদিয়া নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। গতকাল দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নাদিয়ার বাবার নাম জাহাঙ্গীর। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই রাস্তা দিয়ে এক যুবকের মোটরসাইকেলে নর্দ্দার দিকে যাচ্ছিলেন নাদিয়া। যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ভিক্টর পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে ওই বাসের চাকায় পিষ্ট হন নাদিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা দেখে স্থানীয়রা ছুটে আসলে বাস রেখে পালিয়ে যায় চালক ও হেলপার। ভিক্টর পরিবহনের বাসটি জব্দ করে পুলিশ। নাদিয়ার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বলেন, দুপুরের দিকে নাদিয়া তার বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এ সময় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাদিয়া মারা যান। নাদিয়ার বন্ধু মোটরসাইকেল চালক মেহেদী হাসান অক্ষত আছেন। নাদিয়ার বাবা বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। এদিকে, প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যায় পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। এর আগে বিকাল সাড়ে ৪টা থেকে বিমানবন্দরের কাওলা ব্রিজের নিচে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, নাদিয়ার মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে তারা সড়ক অবরোধ করেন। আমাদের অনুরোধে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান। এরপর বিমানবন্দর সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি
বেপরোয়া বাস, নাদিয়া ফিরলেন লাশ হয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর