রাজধানীর প্রগতি সরণিতে বাসের ধাক্কায় ঝরে গেল নাদিয়া (২৪) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ। নাদিয়া নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। গতকাল দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নাদিয়ার বাবার নাম জাহাঙ্গীর। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই রাস্তা দিয়ে এক যুবকের মোটরসাইকেলে নর্দ্দার দিকে যাচ্ছিলেন নাদিয়া। যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে যাওয়ার সময় পেছন থেকে ভিক্টর পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে ওই বাসের চাকায় পিষ্ট হন নাদিয়া। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা দেখে স্থানীয়রা ছুটে আসলে বাস রেখে পালিয়ে যায় চালক ও হেলপার। ভিক্টর পরিবহনের বাসটি জব্দ করে পুলিশ। নাদিয়ার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান বলেন, দুপুরের দিকে নাদিয়া তার বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এ সময় ভিক্টর পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাদিয়া মারা যান। নাদিয়ার বন্ধু মোটরসাইকেল চালক মেহেদী হাসান অক্ষত আছেন। নাদিয়ার বাবা বাদী হয়ে ভাটারা থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। এদিকে, প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যায় পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। এর আগে বিকাল সাড়ে ৪টা থেকে বিমানবন্দরের কাওলা ব্রিজের নিচে বিশ্ববিদ্যালয়টির কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, নাদিয়ার মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে তারা সড়ক অবরোধ করেন। আমাদের অনুরোধে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান। এরপর বিমানবন্দর সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে।
শিরোনাম
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা