নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, অনিয়ম দেখে গাইবান্ধার উপনির্বাচনে যেমন ভোট বন্ধ করে দিয়েছি, জাতীয় নির্বাচনেও অনিয়ম হলে ভোট বন্ধ করে দেব। নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কোনো রকম বাধা ছাড়াই ভোট দিতে পারবেন- আমরা সে নিশ্চয়তা দিচ্ছি। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আগামী মে-জুনে অনুষ্ঠেয় গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সিসি ক্যামেরা রাখার কথাও জানান এই নির্বাচন কমিশনার। তবে সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের ইচ্ছা থাকলেও এখনো তা চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। কাজী হাবিবুল আউয়াল কমিশন দায়িত্ব নেওয়ার পর গত বছর কুমিল্লা ও রংপুর সিটিতে ইভিএমের পাশাপাশি সব কেন্দ্রে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়। কয়েকটি পৌর নির্বাচনেও সিসি ক্যামেরা রাখা হয়েছিল। সংসদের গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে সিসি ক্যামেরায় অনিয়ম ধরা পড়ার পর পুরো নির্বাচনই বন্ধ করে দেওয়া হয়। তবে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের পর ছয়টি আসনে উপনির্বাচনে বাজেট সংকটের কথা বলে সিসি ক্যামেরা রাখেনি ইসি। রাশেদা সুলতানা সাংবাদিকদের বলেন, পাঁচ সিটি নির্বাচনে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করব। ভোট গ্রহণ করা হবে ইভিএমে। সংসদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে আমাদের সিসি ক্যামেরা ব্যবহারের ইচ্ছা আছে। তবে সামনে কী হবে, তা এখনই বলতে পারব না।’ সাধারণ মানুষের আস্থা অর্জনে সুুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘বিষয়টি তো মানসিক। কে কীভাবে আস্থা পাবে, তা তো আমরা বলতে পারব না। তবে আমরা দায়িত্ব নেওয়ার পর এমন কোনো কাজ করিনি যে কেউ আস্থায় আসবে না। আমরা গাইবান্ধার উপনির্বাচনে সে প্রমাণ দিয়েছি। অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দেন এ নির্বাচন কমিশনার।
শিরোনাম
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও