নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, অনিয়ম দেখে গাইবান্ধার উপনির্বাচনে যেমন ভোট বন্ধ করে দিয়েছি, জাতীয় নির্বাচনেও অনিয়ম হলে ভোট বন্ধ করে দেব। নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কোনো রকম বাধা ছাড়াই ভোট দিতে পারবেন- আমরা সে নিশ্চয়তা দিচ্ছি। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আগামী মে-জুনে অনুষ্ঠেয় গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সিসি ক্যামেরা রাখার কথাও জানান এই নির্বাচন কমিশনার। তবে সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের ইচ্ছা থাকলেও এখনো তা চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। কাজী হাবিবুল আউয়াল কমিশন দায়িত্ব নেওয়ার পর গত বছর কুমিল্লা ও রংপুর সিটিতে ইভিএমের পাশাপাশি সব কেন্দ্রে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়। কয়েকটি পৌর নির্বাচনেও সিসি ক্যামেরা রাখা হয়েছিল। সংসদের গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে সিসি ক্যামেরায় অনিয়ম ধরা পড়ার পর পুরো নির্বাচনই বন্ধ করে দেওয়া হয়। তবে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের পর ছয়টি আসনে উপনির্বাচনে বাজেট সংকটের কথা বলে সিসি ক্যামেরা রাখেনি ইসি। রাশেদা সুলতানা সাংবাদিকদের বলেন, পাঁচ সিটি নির্বাচনে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করব। ভোট গ্রহণ করা হবে ইভিএমে। সংসদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে আমাদের সিসি ক্যামেরা ব্যবহারের ইচ্ছা আছে। তবে সামনে কী হবে, তা এখনই বলতে পারব না।’ সাধারণ মানুষের আস্থা অর্জনে সুুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘বিষয়টি তো মানসিক। কে কীভাবে আস্থা পাবে, তা তো আমরা বলতে পারব না। তবে আমরা দায়িত্ব নেওয়ার পর এমন কোনো কাজ করিনি যে কেউ আস্থায় আসবে না। আমরা গাইবান্ধার উপনির্বাচনে সে প্রমাণ দিয়েছি। অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দেন এ নির্বাচন কমিশনার।
শিরোনাম
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
অনিয়ম হলে জাতীয় নির্বাচনও বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর