শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

স্বাস্থ্য খাত দুর্নীতির বড় আখড়া

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য খাত দুর্নীতির বড় আখড়া

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, স্বাস্থ্য খাত হচ্ছে দুর্নীতির বড় আখড়া। দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট আমলা ও ব্যবসায়ীরা লাখ-কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছেন।

গতকাল পার্টির বনানী কার্যালয়ে চিকিৎসাবিজ্ঞানী ডা. জাহিদুল বারীর নেতৃত্বে শতাধিক চিকিৎসক জি এম কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় ‘জাতীয় চিকিৎসক পরিষদ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ সময় জি এম কাদের আরও বলেন, করোনা মোকাবিলায় সাফল্যের চেয়ে দুর্নীতি বেশি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির তথ্য প্রকাশ করেছে। কভিড মোকাবিলায় আমরা নাকি প্রাইজ পেয়েছি। বিদেশ থেকে পুরস্কার কীভাবে আসে আমরা তা জানি। বিদেশি প্রাইজের কথা বলে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। জাতীয় পার্টির রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের আহ্বায়ক মনিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। যোগদানকারী চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রফেসর আজগর হোসাইন, প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রফেসর শহিদুল হক, মামুনুর রহমান, মো. ইমতিয়াজ, মো. জাবেদ, মো. ফয়সাল, মো. আসাদ, মাহফুজ আলম, ইসমাইল হোসেন, হাসামি রাফসান জানি শাওন, ফাহাদ খান, জি এম মাহবুব, ইসমাইল হোসেন, মাহফুজুর রহমান, বিবেক বণিক প্রমুখ।

 

সর্বশেষ খবর