ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই মজুদদারি ও কালোবাজারি বন্ধে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে যেন কোনো সাধারণ মানুষের রোজা রাখতে কষ্ট না হয়। না খেয়ে রোজাদাররা কষ্টে পড়লে তাদের বদ দোয়ায় পড়তে হবে। গতকাল সকালে বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের উদ্বোধনী আলোচনায় এ কথা বলেন তিনি। গতকাল তালিম শুরু হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ কীর্তনখোলা নদীর তীরে চরমোনাইর ময়দানে সমবেত হতে থাকেন আগ থেকেই।
পীর চরমোনাই আরও বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সাম্য, সহমর্মিতা ও মানবীয় গুণাবলি সৃষ্টির আহ্বান নিয়ে, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর কাছে হাজির। মুসলিম জাতীয় ঐতিহ্য চেতনায় এবং ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে রমজান অতি গুরুত্বপূর্ণ।