যশোরের ঝিকরগাছা উপজেলার হাসপাতাল রোড মিস্ত্রিপাড়া এলাকায় উত্ত্যক্তের জেরে অনি রায় নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে স্কুল থেকে কোচিং করে বাড়ি ফিরে গলায় ফাঁস দেয় সে। অনি রায় মিস্ত্রিপাড়া এলাকার গৌতম রায়ের মেয়ে। অনি রায়ের ভাই অর্ঘ্য রায় বলেন, তার বোন ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। সোমবার সকাল ৮টার দিকে স্কুলে যায় কোচিং করতে। সকাল ১০টার দিকে বাড়ি ফিরে ঘরের দরজা আটকে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। অর্ঘ্য বলেন, ‘ওই সময় মা রান্নাঘরে এবং আমি ঘুমিয়ে ছিলাম। পরে মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে ভেন্টিলেটর দিয়ে উঁকি দিয়ে দেখি বোন আমার ঝুলে রয়েছে। প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে বোনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।’ অর্ঘ্য অভিযোগ করেন, স্কুলেরই কয়েক ছেলে তার বোনকে উত্ত্যক্ত করত। সোমবার কোচিং শেষে ফেরার পথে ওই ছেলেরাই অনিকে উত্ত্যক্ত করে। নিষেধ করলে তাদের সঙ্গে অনির বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বখাটেরা অনিকে ধাওয়া করে। বাসায় ফিরে মায়ের কাছ থেকে ফোন নিয়ে এক বান্ধবীকে কল দেয় অনি। কিন্তু বান্ধবী ফোন রিসিভ করেনি। এরপরই ঘরের ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে গলায় ফাঁস দেয় সে। বখাটেদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি করেন অর্ঘ্য। এ ব্যাপারে ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুস সামাদ বলেন, ‘মেয়েটি ছাত্রী হিসেবে খুবই ভালো, খেলাধুলায়ও ভালো। তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আমরা খোঁজখবর নিচ্ছি, যেসব বখাটে অনিকে উত্ত্যক্ত করত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’। ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, বখাটেদের উত্ত্যক্তের বিষয়টি আমাকে কেউ জানায়নি। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
উত্ত্যক্তের জেরে আত্মহত্যা
স্কুলছাত্রীর লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর