যশোরের ঝিকরগাছা উপজেলার হাসপাতাল রোড মিস্ত্রিপাড়া এলাকায় উত্ত্যক্তের জেরে অনি রায় নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে স্কুল থেকে কোচিং করে বাড়ি ফিরে গলায় ফাঁস দেয় সে। অনি রায় মিস্ত্রিপাড়া এলাকার গৌতম রায়ের মেয়ে। অনি রায়ের ভাই অর্ঘ্য রায় বলেন, তার বোন ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। সোমবার সকাল ৮টার দিকে স্কুলে যায় কোচিং করতে। সকাল ১০টার দিকে বাড়ি ফিরে ঘরের দরজা আটকে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। অর্ঘ্য বলেন, ‘ওই সময় মা রান্নাঘরে এবং আমি ঘুমিয়ে ছিলাম। পরে মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে ভেন্টিলেটর দিয়ে উঁকি দিয়ে দেখি বোন আমার ঝুলে রয়েছে। প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে বোনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।’ অর্ঘ্য অভিযোগ করেন, স্কুলেরই কয়েক ছেলে তার বোনকে উত্ত্যক্ত করত। সোমবার কোচিং শেষে ফেরার পথে ওই ছেলেরাই অনিকে উত্ত্যক্ত করে। নিষেধ করলে তাদের সঙ্গে অনির বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বখাটেরা অনিকে ধাওয়া করে। বাসায় ফিরে মায়ের কাছ থেকে ফোন নিয়ে এক বান্ধবীকে কল দেয় অনি। কিন্তু বান্ধবী ফোন রিসিভ করেনি। এরপরই ঘরের ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে গলায় ফাঁস দেয় সে। বখাটেদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি করেন অর্ঘ্য। এ ব্যাপারে ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুস সামাদ বলেন, ‘মেয়েটি ছাত্রী হিসেবে খুবই ভালো, খেলাধুলায়ও ভালো। তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আমরা খোঁজখবর নিচ্ছি, যেসব বখাটে অনিকে উত্ত্যক্ত করত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’। ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, বখাটেদের উত্ত্যক্তের বিষয়টি আমাকে কেউ জানায়নি। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা