যশোরের ঝিকরগাছা উপজেলার হাসপাতাল রোড মিস্ত্রিপাড়া এলাকায় উত্ত্যক্তের জেরে অনি রায় নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে স্কুল থেকে কোচিং করে বাড়ি ফিরে গলায় ফাঁস দেয় সে। অনি রায় মিস্ত্রিপাড়া এলাকার গৌতম রায়ের মেয়ে। অনি রায়ের ভাই অর্ঘ্য রায় বলেন, তার বোন ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। সোমবার সকাল ৮টার দিকে স্কুলে যায় কোচিং করতে। সকাল ১০টার দিকে বাড়ি ফিরে ঘরের দরজা আটকে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। অর্ঘ্য বলেন, ‘ওই সময় মা রান্নাঘরে এবং আমি ঘুমিয়ে ছিলাম। পরে মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে ভেন্টিলেটর দিয়ে উঁকি দিয়ে দেখি বোন আমার ঝুলে রয়েছে। প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে বোনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।’ অর্ঘ্য অভিযোগ করেন, স্কুলেরই কয়েক ছেলে তার বোনকে উত্ত্যক্ত করত। সোমবার কোচিং শেষে ফেরার পথে ওই ছেলেরাই অনিকে উত্ত্যক্ত করে। নিষেধ করলে তাদের সঙ্গে অনির বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বখাটেরা অনিকে ধাওয়া করে। বাসায় ফিরে মায়ের কাছ থেকে ফোন নিয়ে এক বান্ধবীকে কল দেয় অনি। কিন্তু বান্ধবী ফোন রিসিভ করেনি। এরপরই ঘরের ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে গলায় ফাঁস দেয় সে। বখাটেদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি করেন অর্ঘ্য। এ ব্যাপারে ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুস সামাদ বলেন, ‘মেয়েটি ছাত্রী হিসেবে খুবই ভালো, খেলাধুলায়ও ভালো। তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আমরা খোঁজখবর নিচ্ছি, যেসব বখাটে অনিকে উত্ত্যক্ত করত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’। ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, বখাটেদের উত্ত্যক্তের বিষয়টি আমাকে কেউ জানায়নি। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
উত্ত্যক্তের জেরে আত্মহত্যা
স্কুলছাত্রীর লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, যশোর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর