যশোরের ঝিকরগাছা উপজেলার হাসপাতাল রোড মিস্ত্রিপাড়া এলাকায় উত্ত্যক্তের জেরে অনি রায় নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে স্কুল থেকে কোচিং করে বাড়ি ফিরে গলায় ফাঁস দেয় সে। অনি রায় মিস্ত্রিপাড়া এলাকার গৌতম রায়ের মেয়ে। অনি রায়ের ভাই অর্ঘ্য রায় বলেন, তার বোন ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। সোমবার সকাল ৮টার দিকে স্কুলে যায় কোচিং করতে। সকাল ১০টার দিকে বাড়ি ফিরে ঘরের দরজা আটকে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। অর্ঘ্য বলেন, ‘ওই সময় মা রান্নাঘরে এবং আমি ঘুমিয়ে ছিলাম। পরে মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে ভেন্টিলেটর দিয়ে উঁকি দিয়ে দেখি বোন আমার ঝুলে রয়েছে। প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে বোনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।’ অর্ঘ্য অভিযোগ করেন, স্কুলেরই কয়েক ছেলে তার বোনকে উত্ত্যক্ত করত। সোমবার কোচিং শেষে ফেরার পথে ওই ছেলেরাই অনিকে উত্ত্যক্ত করে। নিষেধ করলে তাদের সঙ্গে অনির বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বখাটেরা অনিকে ধাওয়া করে। বাসায় ফিরে মায়ের কাছ থেকে ফোন নিয়ে এক বান্ধবীকে কল দেয় অনি। কিন্তু বান্ধবী ফোন রিসিভ করেনি। এরপরই ঘরের ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে গলায় ফাঁস দেয় সে। বখাটেদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি করেন অর্ঘ্য। এ ব্যাপারে ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুস সামাদ বলেন, ‘মেয়েটি ছাত্রী হিসেবে খুবই ভালো, খেলাধুলায়ও ভালো। তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আমরা খোঁজখবর নিচ্ছি, যেসব বখাটে অনিকে উত্ত্যক্ত করত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’। ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, বখাটেদের উত্ত্যক্তের বিষয়টি আমাকে কেউ জানায়নি। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের