যশোরের ঝিকরগাছা উপজেলার হাসপাতাল রোড মিস্ত্রিপাড়া এলাকায় উত্ত্যক্তের জেরে অনি রায় নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে স্কুল থেকে কোচিং করে বাড়ি ফিরে গলায় ফাঁস দেয় সে। অনি রায় মিস্ত্রিপাড়া এলাকার গৌতম রায়ের মেয়ে। অনি রায়ের ভাই অর্ঘ্য রায় বলেন, তার বোন ঝিকরগাছা বিএম হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। সোমবার সকাল ৮টার দিকে স্কুলে যায় কোচিং করতে। সকাল ১০টার দিকে বাড়ি ফিরে ঘরের দরজা আটকে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। অর্ঘ্য বলেন, ‘ওই সময় মা রান্নাঘরে এবং আমি ঘুমিয়ে ছিলাম। পরে মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে ভেন্টিলেটর দিয়ে উঁকি দিয়ে দেখি বোন আমার ঝুলে রয়েছে। প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে বোনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।’ অর্ঘ্য অভিযোগ করেন, স্কুলেরই কয়েক ছেলে তার বোনকে উত্ত্যক্ত করত। সোমবার কোচিং শেষে ফেরার পথে ওই ছেলেরাই অনিকে উত্ত্যক্ত করে। নিষেধ করলে তাদের সঙ্গে অনির বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বখাটেরা অনিকে ধাওয়া করে। বাসায় ফিরে মায়ের কাছ থেকে ফোন নিয়ে এক বান্ধবীকে কল দেয় অনি। কিন্তু বান্ধবী ফোন রিসিভ করেনি। এরপরই ঘরের ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে গলায় ফাঁস দেয় সে। বখাটেদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি করেন অর্ঘ্য। এ ব্যাপারে ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুস সামাদ বলেন, ‘মেয়েটি ছাত্রী হিসেবে খুবই ভালো, খেলাধুলায়ও ভালো। তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আমরা খোঁজখবর নিচ্ছি, যেসব বখাটে অনিকে উত্ত্যক্ত করত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’। ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, বখাটেদের উত্ত্যক্তের বিষয়টি আমাকে কেউ জানায়নি। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা