বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গতকাল আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট : সিলেটে শান্তি সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। গতকাল বিকালে নগরীর বন্দরবাজারে কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন বিএনপি-জামায়াতের ভালো লাগে না, তাই তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা যতই ষড়যন্ত্র করুক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুলের পরিচালনায় শান্তি সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, বিজিত চৌধুরী, জগদীশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ প্রমুখ।
দিনাজপুর : দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টির দলীয় কার্যালয়ের সামনে জেলা, পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ। সমাবেশে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুল হক, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এসএম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী প্রমুখ।
লালমনিরহাট : লালমনিরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের রেলওয়ে শ্রমিক লীগ কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশ করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, আশরাফ হোসেন বাদল, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।